Cheap price backlink from grathor: info@grathor.com

চতুর্থ সপ্তাহের নবম শ্রেণির রসায়ন এসাইনমেন্ট উত্তর পার্ট ২

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগন। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই করি।

Marketing

চতুর্থ সপ্তাহের নবম শ্রেণির রসায়ন উত্তর
১.কাপড় কাচার সোডার জলীয় দ্রবণ+লেবুর রস=?
২.ডিমের খোসা+লেবুর রস=?
উপরের দুটি রাসায়নিক বিত্রিয়া হাতে কলমে সম্পন্ন কর এবং নিচের প্রশ্ন গুলোর উত্তর দাও।

১.রাসায়নিক বিক্রিয়ার সাহায্য বিক্রিয়া দুটি সম্পন্ন কর।
২.বিক্রিয়া দুটির ধরণ ব্যাখ্যা কর।

(ক)হাতে কলমে কাজঃ
বাজার থেকে কিছু পরিমাণ কাপড় কাচার সোডা ও কয়েকটি লেবু কিনে নিব।কয়েকটি লেবু,পানি, বিকার, লেবু কাটার ছুড়ি।
কার্যপদ্ধতিঃ
১.প্রথমে লেবু পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করব।এরপর ছুরি দিয়ে কেটে একটি পাত্রে রাখব।
২.এরপর লেবু চেপে রস বের করে আরেকটি পাত্রে রাখব।
৩.একটি বিকারে কিছু পরিমাণ পানি নিয়ে তাতে সোডা গলিয়ে দ্রবন তৈরি করব।
৪.দ্রবনে লেবুর রস পর্যালোচনা করব।

পর্যালোচনাঃ
হাল্কা ছোট ছোট বুদ বুদ তৈরি হবে।
সতর্কতাঃ
১.কাপড় কাচাঁর সোডা যাতে হাতে লেগে না যায় সেই জন্য গ্লাভস পড়ে নিতে হবে।
২.সাবধানে লেবু কাটতে হবে যাতে হাত কেটে না যায়।
৩.গায়ে এপ্রোন এবং চোখে চশমা দিয়ে পরীক্ষা করতে হবে।

(খ)হাতে কলমে কাজঃ
উপকরণঃএকটি বা দুটি পরিষ্কার ডিম,বীকার,মর্টার, পানি ও লেবু।

কার্যপদ্ধতিঃ
১.প্রথমে লেবু পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করব।এরপর ছুরি দিয়ে কেটে পরিষ্কার একটি পাত্রে রাখব।
২.এবার লেবু চেপে রস বের করে আরেকটি পাত্রে রাখব।
৩.একটি ডিম নিব এবং আরেকটি পাত্রে ডিম ভেঙে ডিমের ভেতরের অংশ রেখে ডিমের খোসা পানিতে ধুয়ে শুকিয়ে নিব।
৪.মরটারে ডিমের খোসা ছোট ছোট টুকরা করে খোসায় পরিণত করব।
৫.একটি বিকারে ডিমের গুড়া নিয়ে তাতে পূর্ব প্রস্তুতকৃত লেবুর রস ঢেলে নিব।এবার পর্যালোচনা করি।

পর্যালোচনাঃ
ডিমের গুঁড়া থেকে বুদবুদ গ্যাস বের হয়ে যাচ্ছে।
সতর্কতাঃ
১.ডিমের খোসায় ময়লা এবং ভেতরের নরম অংশ লেগে থাকলে চলবেনা।
২.ডিমের খোসা ক্ষুদ্র ক্ষুদ্র গুড়া করে নিতে হবে।
৩.প্রয়োজনে পানি ব্যবহার করলেও তা খুব কম মাত্রায় হতে হবে।
৪.খোসায় যারে লেবুর রস ডুবে থাকে সেই পরিমাণ লেবুর রস নিতে হবে।

১ নং প্রশ্নের উত্তর
কাপড় কাচার সোডার প্রথম উপাদান সোডিয়াম কার্বনেট(Na2CO3)
লেবুর রসের প্রধান উপাদান সাইট্রিক এসিড(C6H5O7)।
সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবন এবং সাইট্রিক এসিডের বিক্রিয়ায় ট্রাইসোডিয়াম সাইট্রেট, কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হয়।বিক্রিয়ায় সমীকরণ নিম্নরুপঃ
3Na2CO3(aq)+2C6H307(aq)=2Na3(C6H507)(aq)+3CO2(g)+3H20(I)
ডিমের খোসার প্রধান উপাদান ক্যালসিয়াম কার্বনেট(CaCO3)।ক্যালসিয়াম কার্বনেট এবং সাইট্রিক এসিড বিক্রিয়ায় ক্যালসিয়াম সাইট্রেট, কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হয়। বিক্রিয়ার সমীকরণ নিম্নরুপঃ
3CaCO3(aq)+2(C6H3O7)2(aq)+3CO2(g)+3H20(I)

2 নং প্রশ্নের উত্তর

বিক্রিয়া দুটির ধরণঃ
আমরা জানি লঘু এসিড এবং ধাতব কার্বনেটের বিক্রিয়ায় ধাতব লবন, পানি এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হয়।উদ্দীপকের প্রথম বিক্রিয়ায় সোডিয়াম কার্বনেট এবং সাইট্রিক এসিডের বিক্রিয়া এবং ২য় বিক্রিয়াটি ক্যালসিয়াম কার্বনেট ও সাইট্রিক এসিডের বিক্রিয়া দুটি একই ধরন।
আবার আমরা জানি সোডিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট ক্ষারীয় প্রকৃতির লবন তাই এখানে দূর্বল ক্ষার এবং দূর্বল এসিডের বিক্রিয়ায় লবন এবং পানি উৎপন্ন হয়।তাই আমরা বলতে পারি বিক্রিয়া দুটি প্রশমন বিক্রিয়ার অন্তর্ভুক্ত।
সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হব আপনাদের সামনে।ধন্যবাদ সবাইকে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন

Topic Keyword: চতুর্থ সপ্তাহের নবম শ্রেণির রসায়ন এসাইনমেন্ট উত্তর পার্ট ২, চতুর্থ সপ্তাহের নবম শ্রেণির রসায়ন অ্যাসাইনমেন্ট উত্তর পার্ট ২, চতুর্থ সপ্তাহের ৯ম শ্রেণির রসায়ন এসাইনমেন্ট উত্তর পার্ট ২, চতুর্থ সপ্তাহের ৯ম শ্রেণির রসায়ন অ্যাসাইনমেন্ট উত্তর পার্ট ২, চতুর্থ সপ্তাহের ক্লাস নাইন রসায়ন এসাইনমেন্ট উত্তর পার্ট ২, চতুর্থ সপ্তাহের ক্লাস নাইন রসায়ন অ্যাসাইনমেন্ট উত্তর পার্ট ২

Related Posts

3 Comments

Leave a Reply