আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ! আপনি চাইলে আপনার মোবাইল দিয়ে পৃথিবীর যেকোন স্থান কিংবা এমন আপনার নির্দিষ্ট স্থানে দেখতে পারেন। গুগলের এমনই একটা অ্যাপস রয়েছে। যেটার মাধ্যমে খুব সহজেই এগুলো দেখা যায়। এমন কি আপনি সেখানে বাড়ি ঘর ও দেখতে পারবেন।
যেই একটা আপনাদের সাথে শেয়ার করব তার নাম হচ্ছে গুগল আর্থ। এখানে আপনি খুব সহজেই পৃথিবীর যেকোন স্থান দেখতে পারবেন। এর মাধ্যমে আপনি যদি চান কোন স্থানের ইনফর্মেশন সেটা খুব সহজে কালেক্ট করতে পারবেন। এখানে পৃথিবী থেকে বিভিন্ন মানুষ এবং গুগোল নিজে এখানে তথ্য আপডেট করে। যার ফলে এখানে কোন ভুল থাকার সম্ভাবনা নেই। অ্যাপ:https://play.google.com/store/apps/details?id=com.google.earth
আপনি লিংকে ক্লিক করে সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। সেখান থেকে চাইলে অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন। অথবা আপনি যদি প্লে স্টোরে গিয়ে গুগল আর্থ লিখে সার্চ করেন। তাহলে কিন্তু খুব সহজেই অ্যাপসটা পেয়ে যাবেন। গুগল প্লে স্টোর থেকে প্রায় 100 মিলিয়ন ডাউনলোড হয়েছে। বুঝতে পারছেন যে কতটা ভালো একটা অ্যাপ এবং গুগলের কতটা পপুলার একটা অ্যাপস। অ্যাপটা ডাউনলোড করার পর আপনি মোবাইল থেকে ওপেন করবেন। ওপেন করার আগে একটা কাজ আপনাকে করতে হবে। আপনার মোবাইলের লোকেশন যে ফোল্ডারে টা ওপেন করে রাখতে হবে। অনেক মোবাইলের লোকেশন না দেওয়া থেকে সেখানে জিপিএস দেওয়া থাকে। যেটা দেওয়া থাক আপনি সেটা ওপেন করবেন। নাহলে কিন্তু এখানে আপনি সঠিক লোকেশন টা দেখতে পারবেন না।
লোকেশন অন করার পর আপনি যেই স্থানের ফটো কিংবা ভিডিও দেখতে চাই সেটা আপনাকে লিখে সার্চ করতে হবে। ধরুন আপনি যদি বাংলাদেশের যেকোনো একটা স্থান মিরপুর তাহলে আপনি মিরপুর লিখে সার্চ করবেন। মিরপুরের বিভিন্ন পপুলার স্থান গুলো দেখতে পাবেন। আপনি চাইলে সেটা দেখতে পারেন। অথবা আপনি যদি চান আপনার এলাকার কোন নির্দিষ্ট স্থান দেখতে চান। তাহলে সেই স্থানের যে কোন একটা কিছু নাম লিখে সার্চ করবেন।
সার্চ করার পর আপনার কাছে সেই স্থানের সমস্ত ইনফরমেশন চলে আসবে। সেখান থেকে আপনি যদি এটা দেখতে চান 2d এবং 3d দিতে দেখতে পাবেন। আপনি যদি 2d দিতে থাকতে চান তাহলে সেটা আপনাকে উপর থেকে নিচে দেখাবে। আর যদি 3d দেখতে চাই সে ক্ষেত্রে আমাদের বাস্তবে রূপ রূপ রয়েছে সেটি দেখাবে।
এখানে সাধারণত আপনাকে যেই ইনফরমেশন গুলো দেখাবে সেগুলো থাকবে একদম কার্টুনের মত আকারে। কিন্তু আপনি যদি চান সরাসরি এখানে মানুষ কিংবা রাস্তা গুলো দেখতে চান। সেক্ষেত্রে আপনাকে এখানে একটা ম্যান আইকন দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন। ম্যান আইকনে ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো নীল দাগ আসবে আপনি নীল দাগ গুলো থেকে যে স্থান টা দেখতে চাই সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে সরাসরি আপনাকে সেই স্থানে নিয়ে যাবে।
সেখান থেকে আপনি সামনে কিংবা পিছনে গিয়ে আপনার চারিদিকটা দেখে নিতে পারবেন। মূলত এভাবে এই অ্যাপসটা ব্যবহার করতে হয়। তো আশা করি আপনাদের এই অ্যাপসটা অনেক কাজে লাগবে। ভাল থাকবেন সবাই আল্লাহ হাফেজ।

ধন্যবাদ
Nice
ধন্যবাদ
Nice
nice
nc
Bah…
nice
nc
sondor
gd
অসাধারন
Thanks
Wow
ভালো
gd
osadharon
thanks
ভালো
Ok
okk
good
Vlo
Ok
nice post
❤️
সুন্দর পোস্ট…
thanks
ok