গ্রামীণফোন সিমে কম খরচে ১ জিবি ইন্টারনেট কিনুন।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাবারাকাতু এবং অনন্য জাতির প্রতি আমার আন্তরিক থেকে তাদের জন্য ভালোবাসা রইলো । সবাই কেমন আছেন ?আসা করি ভালো আছেন এবং দোয়া করি মহান সৃষ্টিকর্তা জেনে ভালো রাখেন।

আজকে আলোচনা করতে চাই গ্রামীণফোন সিমে,কীভাবে কম খরচে ১ জিবি ইন্টারনেট প্যাকেজ নিবেন। গ্রামীণফোন নেটওয়ার্ক একটু পাওয়ার ফুল যার কারণে ,সব কিছু গ্রামীণফোনের প্যাকেজর দাম বেশি । আগে পাওয়া গেছে ৩–৫ টাকায় ১জিবি ইন্টারনেট কিন্তু যুগ পরিবর্তনে এখন তার দাম হয়েছে ৩গুন বেশি, কিন্তু প্রতি মাসে একটি করে ওফার দেয় গ্রামীণফোন সিম। ওফারটি হচ্ছে ১ জিবি ইন্টারনেট প্যাকেজ ২৫টাকায় ৭দিন মেয়াদ। এই ওফারটি নিতে হলে আপনাকে অবশ্যই আপনার গ্রামীণফোন সিমে ২৫ টাকা ব্যালেন্স রাখতে হবে সর্বনিম্ন। তার পর আপনাকে ডায়াল করতে হবে *১২১*৫২৯৯# ডায়াল করার পর আপনি একটা কনফার্মেশন কোড পাবেন,যেটাই আপনাকে জানিয়ে দেয়া হবে আপনি ১ জিবি প্যাকেজ টি কিনতে পেরেছেন কিনা।

একটা কথা জেনে রাখা ভালো। এই ওফার আমার গ্রামীণফোন সিমে এসেছিল। আর তাই আপনাদের কিছু উপকারের জন্য আমি এই ওফারটি শিয়ার করছি। আর একওই ওফারের কোড দিয়ে সবাই কিনতে পারবেন না । কারণ কিছু, কিছু গ্রাহকদের জন্য কোড আলাদা করে দেয়। সেই জন্য আপনি যদি এই ওফারটি নিতে ইচ্ছুক হন,তাহলে আপনার মোবাইলে গ্রামীণফোন থেকে আসা প্রতি এসএমএস চেক করুন অথবা মাই জিপি অ্যাপ ভিজিট করে দেখতে পারবেন। মাই জিপিতে আপনি সকল প্রকার ওফারের বিস্তারিত দেখতে পারবেন। এছাড়া আপনার যদি আরো কনো প্রশ্ন থাকে তাহলে আপনি গ্রামীণফোন অফিসিয়াল ওয়েবসাইট এ সরাসরি কথা বলে জেনে নিতে পারবেন।

https://static.revechat.com/grameenphone/mobile/html/client.html?aid=12571&uid=0001580281453178-f23c92bbfffffb88-0001&sid=a9d7f059-1e64-4ee8-bacc-1050a6bfa1df&a=&b=&c=&h=www.grameenphone.com&p=/my-gp/tutorial&r=direct   👈 এই লিংকে ক্লিক করুন অথবা কপি করে আপনার ব্রাউজারে পোস্ট করুন এবং ভিজিট করুন। তার পর কাস্টাটমারের সাথে কথা বলে জেনে নিন আপনার প্রশ্নের উত্তর ।আপনি যদি শিয়র হয়ে জেনে নেন তাহলে আপনাকে বাড়তি কষ্ট করতে হবেনা। যেমন আপনাকে রিচার্জ করতে হবে ওফারটি কেনার জন্য,  এখন আপনি যদি আগে জেনে নেন যে ওফারটি আপনি পাবেন কিনা। তাহলে আপনাকে আগে কষ্ট করে রিচার্জ করতে হবে না।

আসা করি পোস্টটি পড়ে ভালো লেগেছে। আর আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এছাড়া আপনি আমাদের ফেসবুক Messenger গ্রপে জইন করে অনেক কিছুর সমাধান পেতে পারেন। আমাদের গ্রপে আউটসোর্সিং কাজ করা হয়,কনো ধোকাবাজি কাজ হয় না গ্রুপে।আপনিও চাইলে জইন করতে পারেন। Messenger Group 👉Join my group on Messenger by visiting: https://m.me/join/AbbqFJd9kfp62qDj

Related Posts

5 Comments

  1. জেনে আসুন মুদ্রাস্ফীতি কি এবং কিভাবে হয় নিচের পোস্ট এ?
    https://grathor.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ab%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be/

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.