হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ও ভালো আছি তো আজকে বলবো গ্রাথর কি ধরনের গল্প গ্রহণ করবে না। আমার পোস্টে গেলে আমরা দেখতে পাই গ্রাথর থেকে আমাদের সচেতন করে দিয়েছে যে ৫০% মামরড় গল্প কপি রাইট করে। কপি রাইট মানে বই দেখে গল্প লেখা আর বই দেখে গল্প লিখলে আইডি ব্যান করে দিবে। আর গ্রাথর থেকে ১০০০ টাকা হলে নিতে পারেন এটা হয়তো আপনি জানেন। কিন্তু গ্রাথরে কোনো দিন গল্প কপি করে দিবেন না। আর আপনি যদি গল্প কপি করে লিখে গ্রাথরে সাবমিট করেন তাহলে গল্প ডিলিট করে দেওয়া হবে এই ভাবে আপনি যদি গল্প কপি রাইট করে গ্রাথরে সাবমিট করেন তাহলে তিন থেকে চার বার আপনার গল্প ডিলিট করে দেওয়া হবে। তার পরেও আপনি যদি গল্প কপি রাইট করে গ্রাথরে সাবমিট করেন তাহলে আপনার গল্প তো ডিলিট করে দেওয়া হবে তার সাথে সাথে আপনার আইডি ব্যান করা হবে। আর এক বার যদি আপনার আইডি ব্যান করা হয় তাহলে আর সেই আইডি ফিরে পাবেন না। তার পরে যদিও আপনি নতুন আইডি খুলতে পারবেন তার ক্ষেত্রে আপনার আকাউন্ট বালেস্স ০.০০ টাকা হয়ে যাবে। আর আপনি যদি এই ধরনের গল্প যেমন করনা ভাইরাস সম্পর্কে বা কোনো সিমের অফার সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সম্পর্কে গল্প লিখে গ্রাথরে সাবমিট করেন তাহলে আপনার গল্প গ্রহণ করবে গ্রাথর। আর আপনার গল্পের পরিমাণ যদি ভালো লাগে তাহলে ১০০ টাকা করে পাবেন আর সাধারণ গল্পে ১০ টাকা করে পাবেন এই জন্য যতটা পারেন ততটা ভালো গল্প লেখার চেষ্টা করবেন। আর গল্প সাবমিট করার আগে গল্পটা দেখে নিন কারণ ৩৫০টি ওয়ার্ড নাহলে গল্প গ্রহণ করবে না গ্রাথর। আর তাছাড়া আপনি যদি গল্প না লিখেন তাহলে ও আপনি প্রতিদিন কমেন্ট করে ৫টাকা করে পাবেন প্রতি দিন ১০ করে কমেন্ট করেত হবে তাহলে ৫ টাকা করে পাবেন আর তাছাড়া ১০টি কমেন্ট করার পর ১টি করে কমেন্ট করলে ১ পয়সা করে পাবেন মানে ১০০ টি কমেন্ট করা হলে এক টাকা। আর তাছাড়া ২৪ ঘন্টা সময় পার পর গ্রাথরে প্রবেশ করলে ২০ পয়সা করে পাবেন আর বাংলাদেশের সবচেয়ে ভালো সাইট গ্রাথর অন্য অনেক আরনিং সাইটে কাজ করেছি আমি কিন্তু গ্রাথরের মতো টাকা বাংলাদেশের কোনো আরনিং সাইটে দায় না। আমি নতুন কাজ করছি তাই আমার ২৫০ টাকা হয়ে গেছে অনেকে আছেন যারা গ্রাথর থেকে অনেক বার টাকা নিয়েছেন এই সাইটে কাজ করলে দুই টি জিনিস পাওয়া যায় এক গল্প পড়ে মজা পাওয়া যায় দুই টাকাও পাওয়া যায় এক কথায় এই সাইট টি অনেক ভালো।
Related Posts
ওয়েবসাইটের ব্যাপারে হয়তো কমবেশি আমাদের প্রত্যেকের একটা ধারণা আছে। নিত্যদিনের নানান প্রয়োজনে আমরা ওয়েবসাইট ব্যবহার করে থাকি। আবার আমাদের অনেকের…
বর্তমান সময়ে grathor.com দেশের টপ লেভেল এর একটি ব্লগ সাইট।তরুণদের কাছে সবচাইতে জনপ্রিয় ওয়েবসাইট এর নাম জিজ্ঞেস করতেই প্রথমেই এই…
আমরা যারা লিখি, তারা সবাই কোনো-না-কোনো ভালো ওয়েবসাইটে লিখতে চাই! লেখালেখি অনেকেরই ভালো লাগে। তবে লেখার আগ্রহ টা তখনই বেড়ে…
আমরা অনেকেই আছি যারা অনলাইনে ইনকাম করতে চাই। অনেকে অনেক সাইট ঘুরেছেন।কেউ কেউ আবার কিছু কিছু টাকা ইনকাম করেছেন তবে…
আমার অনেকই ভিন্ন গল্প, কবিতা, বা অনেক কিছু নিয়ে লেখতে ভালবাসি এবং ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে এই লেখাগুলো প্রকাশ…
22 Comments
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
nc
lg
Nice
Valo
Good
valo
Gd
ভালো
Nc
এখনতো কমেন্টে ০.০৫৳ দেয় 😭😭
Thik
Ok
nice
Hmm
অনেকে ইংরেজি বা অন্য ভাষার গল্প গুগল ট্রান্সলেট থেকে ট্রান্সলেট করে কপি পেস্ট করে দিয়ে দেয়। যা দেখলেই বুঝা যায়। অথচ গ্রাথর কর্তৃপক্ষ সেগুলো এপ্রুভ করে দেয়।
আয় করার জন্য ভালো সাইট।
Nice
Vari good post partha
😍
উপকারী পোস্ট
thanks
Correct