গ্রাথর এক ভালোবাসার নাম

সকলে কিছু না কিছু গুরুত্বপূর্ণ পোস্ট দিচ্ছে। আমি ভাবলাম এমন কি আছে যেটা বাদ থেকে যাচ্ছে। তখন মনে পড়ল আসল কথাই বাদ পরে যাচ্ছ। আজ আমার লেখার বিষয় হলো গ্রাথর.কম। গ্রাথর মানে হলো লাল সবুজে বাংলাদেশ। বিভিন্ন প্রতিযোগিতায় বাংলা লিখালিখি করে পুরস্কার পেতাম। তখন অনেকে বলেছিল আমার লেখালিখির হাত ভালো কেননা লিখালিখি নিয়ে কিছুটা দূরে আগানো যায়। আমি ততটা গুরুত্ব দিলাম না। কিন্তু মাথায় কথাটা ঠিকই ঘুরতে লাগলো। বাংলা নিয়ে ব্লগ আছে সেটাই আমার জানা ছিল না।                                    ঠিক তেমনি একদিন নিউজ ফিড এ ঘুরছিলাম। হঠাৎ করে গ্রাথর.কম এর বিজ্ঞাপন দেখতে পেলাম। অন্যান্য পোস্ট এর মতো এটাকে ফেইক ভেবে উড়িয়ে দিলাম।কারণ আপনারা প্রায় সবাই জানেন যে বর্তমানে ফেইসবুকে ফেইক বিজ্ঞাপনে ছেয়ে গেছে।তারপর আবারো পোস্ট খুজে আমি রেজিষ্ট্রেশন করে ফেলি। রেজিষ্ট্রেশন করার পরদিন থেকেই আমার সেমিস্টার ব্রেক শুরু। তাই শুরুতে রেজিষ্ট্রেশন করা ছাড়া আর কিছুই করা হলো না।হঠাৎ করে একদিন ভাবলাম যেহেতু রেজিষ্ট্রেশন করেছি ওয়েবসাইট এ একদিন ঢুকি।কিন্তু ঢুকতে পারলাম না ওয়েবসাইটে।তখনই আমি গ্রাথর এর এডমিন প্যানেল এ ম্যাসেজ দেই একটা কথা অবশ্যই বলতে হয় গ্রাথর এডমিন প্যানেল খুবই হেল্পফুল। আমি সেই অক্টোবার থেকে গ্রাথর এ লিখছি। যখনই ওনাদের সাহায্য এর প্রয়োজন পরেছে আমি তখনই ওনাদের পাশে পেয়েছি। তারপর গ্রাথর এডমিন প্যানেল এর সহযোগিতায় আমি আমার পাসওয়ার্ড রিসেট করতে সক্ষম হই।তারপর আমি আমার প্রথম পোস্ট লিখি।যখন আমার পোস্ট প্রথম বার পাবলিশ করা হয় আমার খুশি আর দেখে কে।ধন্যবাদ দিতে চাই গ্রাথরকে। এতো সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করার জন্য। যেখানে আমার মতো অনেক লেখকদের লেখালেখির সুযোগ করে দিয়েছেন।              গ্রাথর এর এডমিন প্যানেলকে ধন্যবাদ জানাতে চাই এতোটা সাহায্যপরায়ন হওয়ার জন্য। মাঝে মাঝে অবশ্য এডমিন প্যানেল এর উপর রাগ ও উঠে যখন আমার পোস্ট ডিলিট হয়। তবে তারা তাদের নিয়মরক্ষার জন্যই করে থাকে। অবশ্যই ইংরেজিতে লিখালিখির জন্য অনেক ব্লগ রয়েছে। বাংলায় লিখালিখির জন্য ব্লগ অনেক কম। তবে গ্রাথরএই ক্ষেত্রে অবশ্যই ধন্যবাদ পাবার যোগ্য।ধন্যবাদ গ্রাথরকে আমাদের প্রাণের ভাষা বাংলায় ব্লগ তৈরি করার জন্য।

Related Posts

18 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.