হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন , আমি ও ভালো আমি আজকে আপনাদের সাথে একটি সুন্দর গল্প বলতে জাচ্ছি গল্পটি শেষ হওয়া পর্যন্ত আমাদের সাথে থাকুন। একজন গুরু ও একজন ছাত্র এক দেশে গিয়েছে । তাহার ওই দেশে গিয়ে গুরু ছাত্রকে চার পয়সা দিয়া বাজার করতে পাঠালেন। কিছুক্ষন পর ছাত্র বস্তা ভরে চাল,ডাল,ঘি,তেল,মাছ,মাংস,আরো কত কি এনেছে।
গুরু আশ্চর্য হইয়া জিজ্ঞাস করলো মাত্র চার আনায় এত জিনিস কি করিয়া কিনিলে।
ছাত্র বলিল , গুরুজী এদেশের সব জিনিসের দামই দু‘পয়সা করিয়া সের ।
গুরু বলিল , শিগগিরর রান্না কর । খাইয়া দাইয়া এখনই এ দেশ ছাড়িয়া যাইতে হবে। কেননা যে দেশে সব জিনিসের দাম এক , সে দেশে পন্ডিত মূর্খের কোন তফাৎ নাই ।
ছাত্র বলিল ,এমন সোনার দেশ কোথাও পাওয়া যাইবেনা । আপনি যাইবেন তো যান । আমি কোথাও যাইবোনা।
ছাত্র কিছু দিনে খেয়ে দেয়ে মোটা সোটা হয়ে গেলো।
এই দিকে এক চোর এক গেরস্তের দেয়াল চাপা পড়িয়া মারা গেল। চোরের বউ রাজার কাছে বিচার করল।
রাজা গেরোস্তেকে বললেন , তোমার দেয়াল চাপা পড়ে চোর মারা গিয়েছে তাই তোমাকে শুলে চড়ানো হবে ।
লোকটি বলল, মহারাজ যে রাজমিস্ত্রি দেয়াল বানিয়েছে তারই দোষ সে ঠিক ভাবে কাজ করে নাই ।
রাজা বলল , একথা সত্য ডাক ওই রাজ মিস্ত্রিক।
রাজমিস্ত্রি আসলো সে বলল , মহারাজ আমার কি দোষ যে জোগানদার কাদা ছানিয়া দিয়াছিলো তাহারই অপরাদ । সে ঠিক মত কাদা ছানিয়া দেয় নাই । সে জন্য দেয়াল মজবুত হয় নাই ।
তখন রাজা বলল , ডাক সেই জোগানদার কে ।
জোগানদার আসিলো রাজা বলিলেন, তুমি মস্ত বড় অপরাধী । তুমি ভালো মত কাদা ছানিয়া দাও নাই বলে দেয়াল মজবুত হয় নাই ।আর সে জন্য একটা লোকের প্রাণ চলে গেলো । জোগানদার ভয়ে কাপিতে লাগিলো।সে সামান্যই বেতন পায় , না খাইয়া তাহার শরীর শুকনো টনটনে।
জোগানদারকে দেখিয়া এক মন্ত্রী বলল , মহারাজ এই লোকটির শরীর শুকনো লোলার মত । একে শূলে দিলে শুলের মাথা আটকাইয়া থাকিবে।
রাজা বলেন , হাকিম নড়ে তবুও হুকুম নড়ে না । দেখ , রাজ্যের কোথাও মাটা-তাজা লোক আছে কি না, তাহাকে আনিয়া শুলে দাও” ।
রাজার সেপাইরা তখন সেই শিষ্যেকে খুজে পেলো । তাহারা তাকে শুলের কাছে লইয়া গেল। সেখানে হাজার হাজার লোক জমা হইয়াছে ।
ঘটনাক্রমে সেই গুরু ছাত্রর হাল জানার জন্য সেখানে আসিয়া উপস্থিত হইলো । তিনি যাইয়া দেখলেন তার শিষ্যকে শুলে চড়ানো হইতেচে।
গুরু ভাবিতে লাগিলো আজ বিপদের কালে তাহাকে কি সাহায্য করিতে পারিবো না । তখন গুরুর মাথায় একটি বুদ্ধি আসিলো ।
গুরু সবাইকে বলল , তোমরা সর সর আমি শুলে চড়িবো ।
রাজা জিজ্ঞাস করল, তুমি শুলে চড়িতে চাও কেন ?
গুরু বলিলো আজ এমন একটি শুভ দিন , যে আজ শুলে চড়িয়া মরিবে সে সরাসরি স্বর্গে চলিয়া যাইবে। মহারাজ !দয়া করিয়া আমাকে শুলে যাইতে দিন ।
রাজা বলিলো , আমি রাজা বাঁচিয়া থাকিতে তুমি শুলে চড়িয়া মরিয়া স্বর্গে চলিয়া যাইবে, তা কখনও হইবে না । আমিই শুলে চড়িব।
তখন মন্ত্রী বলিলো, আমি শুলে চড়িব।
রাজা সবাইক ধমক দিয়া সরাইয়া নিজেই শুলের উপর চড়িয়া বসিল।
গুরু শিষ্যকে সঙ্গে করিয়া তাড়াতাড়ি সে দেশ ছাড়িয়া নিজের দেশে ফিরিয়া আসিল ।
বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন । আর বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের জন্য এখানে শেষ করলাম আল্লাহ হাফেয ।
ধন্যবাদ

thanks man.
ধন্যবাদ
Very good
ধন্যবাদ
সতি খুব ভালো লাগলো।
valo laglo
good
nice
ধন্যবাদ
nc
আহারে! বেচারা!!
অসাধারণ
gd
Good
keep it up
very fine
❤️