গুগুলের সম্বন্ধে আজব কিছু তথ্য যা চমকে উঠার মত।

গুগুল হল এমন একটি সার্চ ইঞ্জিন যা পুরো পৃথিবীর সকল তথ্য এ গুগুলের জানা আছে। আমারা সবাই গুগুল এ মজা করে গুগুল মামা বলে ডাকি। গুগুল হল বর্তমানে জনপ্রিয় সার্চ ইঞ্জিনে, যা ছোট থেকে বড় সব বয়সের মানুষের এ সার্চ ইঞ্জিন এর প্রতি ধারণা বা প্রাথমিক জ্ঞান আছে। শুরু করা যাক গুগুল নিয়ে কিছু মজাদার তথ্য।

  • গুগুলপ্লেক্সঃ এটি ক্যালিফোর্নিয়া, প্রধান হেড কোয়াটের এ গুগুলপ্লেক্স নামে পরিচিত। এ ক্যাম্পাসের ভিতরে রয়েছে মানুষের চাপ কমানোর মেশিন যার নাম হচ্ছে হাই টেক এনার্জি পট। এ মেশিন টির মূল্যত কাজ হচ্ছে মানুষের মানসিক চাপ কমানো। এ মেশিন টি বানানো হয়েছে গুগুলের কর্মরত মানুষের জন্য যারা বিভিন্ন কাজের চাপে ভুগেন। এ চাপ ধীরে ধীরে মানসিক চাপে পরিণত হয়। আর এ থেকে রের হয়ে আসার জন্য নাসার এক আসাধারণ আবিষ্কার যা গুগুল তাদের কর্মীদের জন্য রাখেন।
  • কর্মীদের প্রতি গুগুলের আচারণঃ গুগুল তাদের কর্মীদের প্রতি অনেক সচেতন। গুগুল সব সময় তাদের কর্মীদের প্রতি সব সময় সুন্দর আচারণ করেন। গুগুল তাদের কর্মীদের নামের ব্যাপারে একটি মজার ব্যাপার অনুকরণ করেন যেমন গুগুলে যারা নতুন কর্মী হন তাদের বলা হয় নুগলার, যারা পুরাতন কর্মী হন তাদের বলা হয় গুগলার, যারা কোম্পানি ছেড়ে দিয়েছেন তাদের নাম হবে যুগলার, আর কেউ যদি তাদের পালিত কুকুরটিকে নিয়ে আসে তাদের নাম হবে ডুগলার। গুগুলের কেন্টিন এ রয়েছে পৃথিবীর সবচেয়ে ভালো আর সুস্বাদু খাবার যা শুধু মাত্র তাদের কর্মীদের জন্য আর একটি মজার ব্যাপার হল এর জন্য গুগুল তার কর্মীদের থেকে কোন টাকা পয়সা নেয় না। এর পুরো খরচ কোম্পানি নিজে বহন করেন । গুগুলে কর্মরত কোন ব্যক্তি যদি মৃত্যু বরণ করেন তাহলে আগামী দশ বছরে তার বেতনের অর্ধেক টাকা তার পরিবার কে দেয়া হয়।
  • গুগুলের আয়ঃ প্রতি মিনিটে গুগুলের আয় হচ্ছে ২ লক্ষ মার্কিন ডলার। গুগুলের মজার একটি তথ্য হল গুগুল তার কোম্পানিকে 1 মিলিয়ন ডলার দিয়ে বিক্রি করে দিতে ছেয়েছিলেন ইয়াহু (Yahoo!)র কাছে। কিন্তু ইয়াহু(Yahoo!)তা নিতে চায়নি, ইয়াহু(Yahoo!) বলেন গুগুল এর দাম ১ মিলিয়ন হলে বেশি হয়ে যায়। কিন্তু বর্তমানে গুগুলের দাম হিসাব করলে দাড়ায় ১ মিলিয়ন ডলার চেয়ে তিন লক্ষ গুন বেশি।
  • গুগুলের ইতিহাসঃ গুগুলের সার্চ এর প্রথম দিকের নাম ছিল বেকবার (Backrub!) এক বছরের পর গুগুল তার নামটি পরিবর্তন করে নাম দেয় গুগুল। এ নাম টি আগে গগঅল (Googol) থেকে আর এ নামের মধ্যে লুকিয়ে রয়েছে এক রহস্য। এর অর্থ হল ১ এর পর ১০০ টির বেশি শূন্য। এর অর্থ হল গুগুল একদিন অনেক বড় পতিষ্ঠান হয়ে যাবে, যার কাছে অনেক তথ্য থাকবে। বর্তমানে আমরা তাই দেখছি। গুগুল প্রথমে তাদের ডাটা গুলো একটি ৪ গিগাবাইট কেস এ সংরক্ষণ করে রাখতো। বর্তমানে গুগুল ২০ পেটাবাইট ডাটা প্রসেস করে থাকে।
  • মজার গুগুলঃ টাইমট্রাভেল এর নাম টা তোহ আমরা সবাই শুনেছি। চলনু আপনাদের কে ১৯৯৮ সালে গুগুল কেমন ছিল তা দেখিয়ে দি। আপনি আপনার সার্চ ইঞ্জিন এ Google in 1998 লিখে সার্চ করুন তারপর কি দেখতে পাচ্ছেন তা কমেন্ট করে জানাতে বুলবেন নাহ। 

কমেন্ট বক্স এ জানাবেন কেমন লাগলো গুগুলের আজব তথ্যটি

ধন্যবাদ সবাইকে

 

Related Posts

11 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.