গুগল প্লেস্টোরের সকল অ্যাপ্লিকেশন যেভাবে পিসিতে চালাবেন (Bluestacks ডাউনলোড করে)

আপনি কি আপনার ল্যাপটপের অ্যান্ড্রয়েড অ্যাপস গুলো ব্যবহার করতে চান? যখন যে কোন এপ্লিকেশন ডেক্সটপ ভার্শন থাকবে সেগুলো আমরা খুব সহজেই ব্যবহার করতে পারি কিন্তু যদি ডেক্সটপ কম্পিউটার জন্য অ্যাপ্লিকেশন না থাকে তখন আমরা কি করব?

আমরা পাবজি, টেম্পল রান ইত্যাদি এগুলো কি আমাদের কম্পিউটারে খেলতে পারব? 

উত্তরে অবশ্যই হ্যাঁ বলবো।

bluestacks for windows
bluestacks for windows

এবং সেটাও খুব সহজ পদ্ধতিতে করা যায় শুধুমাত্র এন্ড্রয়েড এমুলাতর ব্যবহার করে।

অ্যান্ড্রয়েড এমুলেটর এরমধ্যে সবথেকে জনপ্রিয় হচ্ছে BlueStacks, এই BlueStacks সফটওয়্যার দিয়ে যাবতীয় অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন অনায়াসে।

BlueStacks যেভাবে ইন্সটল করবেন আপনার কম্পিউটারে অথবা ল্যাপটপে:

আপনি যদি BlueStacks ব্যবহার করতে চান আপনার কম্পিউটারে তাহলে আপনার কম্পিউটারের সর্বনিম্ন 2 জিবি Ram,  4 জিবি হার্ডডিক্স এবং আপডেটেড গ্রাফিক্স কার্ড থাকতে হবে।

এখন ইন্সটল করার জন্য প্রথমে আপনাকে BlueStacks সফটওয়ারটি ডাউনলোড করে নিতে হবে এই লিংক থেকে

ডাউনলোড হয়ে গেলে ডাবল ক্লিক করে ফাইলটি ওপেন করুন।

তারপর কিছুক্ষণ অপেক্ষা করুন।

ইন্সটল করা সম্পূর্ণ হয়ে গেলে BlueStacks ওপেন করুন। ওপেন করার পর এই আপনার জিমেইল একাউন্ট দিয়ে লগইন করতে হবে। এরপরে আপনি গুগোল প্লে স্টোর এ যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলোই আপনার পিসিতে ব্যবহার করতে পারবেন BlueStacks এর মাধ্যমে।

BlueStacks সম্পর্কে যদি কোন প্রশ্ন থাকে নিচে কমেন্ট করবেন।

Related Posts

21 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.