গুগল ক্রোমের ১১ টি হিডেন ট্রিক্স

পৃথিবীতে গুগল ক্রোম ব্রাউজারটি ওয়েবসাইট বিচরণ জন্য বিখ্যাত । এটা ব্যবহার করতে সহজ, খুব দ্রুত  এবং শত শত গোপন ট্রিক্স  এবং ফিচারস রয়েছে  যেগুলো সম্ভবত আপনার  অজানা । এই ওয়েব ব্রাউজার থেকে কিভাবে সর্বোচ্চ পাওয়া যাবে তার ১১ টি ট্রিক্স দেওয়া হলো –

১। গুগল ক্রোমে মুভি দেখা-

গুগল ক্রোম একটি সলিড মিডিয়া প্লেয়ার । টেনে এনে নতুন ট্যাব এ ছবি অথবা ভিডিও ছেড়ে দিলে  প্লে হবে। যদি আপনি  বড় স্ক্রিনে দেখতে চান  তাহলে ক্রোম সেটিংস মেনুতে গিয়ে ভিডিও কাস্ট করে দেখতে হবে।

২। হিডেন টি- রেক্স গেম-

গুগল একঘেয়েমি ভাব কাটানোর জন্য ছোট একটি গেমের ব্যবস্থাও করেছে!  যখনই ক্রোম   ইন্টারনেট এর সংযোগ বিচ্ছিন্ন এমন ইংগিত দিবে  তখন শুধু  স্পেসবার এ  কিল্ক করে গেমেটি শুরু করতে হবে। স্পেসবারটি কে আবার ক্লিক করতে হবে ডাইনাসোর কে  কাটা যুক্ত গাছ বা বাধা পার হওয়ার জন্য।

৩।  ভুল করে বন্ধ হয়ে যাওয়া ট্যাব আবার পুনরায় খুলতে-

আপনার ব্যবহারকৃত ট্যাবটি হুট করে বন্ধ হয়ে গেল? চিন্তা নাই! অপশনে গিয়ে হিস্ট্রি > রিসেন্টলি ক্লোজড   এ গেলেই আপনি আপনার ব্যবহারকৃত ট্যাবটি পেয়ে যাবেন।

৪। মাউস ছাড়া ট্যাবকে নির্দেশ করুন-

কন্ট্রোল বাটনে ক্লিক করে  ১ – ৯ এর মধ্যে যেকোনো বাটনে ক্লিক করুন।  অনেকগুলো ট্যাব ওপেন থাকলে সেক্ষেত্রে ১-৯ এর মধেয় যেকোনো বাটনে ক্লিক করলে তা দান দিকে সরে গিয়ে ট্যাব গুলো ওপেন করে দিবে।

৫। অ্যাড্রেস বার থেকে ইমেইল লিখুন- 

Address Bar এ গিয়ে mail to: ( যাকে মেইল করতে চান তার ইমেইল) টাইপ করে এন্টার করলেই আপনার ডিফল্ট মেইলবক্স ওপেন হয়ে যাবে।

৬।ব্রাউজিং ,কুকিস এবং কেছড ডাটা ক্লিয়ার করুন-

রিসেন্ট গুগল ক্রোম এক্টিভিটি নিয়ে লজ্জিত ?

টাইপ chrome://settings?clearBrowsing লিখ অ্যাড্রেস বার এ এবং এন্টার বাটনে কিল্ক করুন । এরপর আপনি বেছে নিন কোন ডাটা গুলো বাদ দিতে চান।

৭। প্রাইভেট ব্রাউজিং –

এর মানে হচ্চে গুগল আপনার হিস্ট্রি সেভ রাখবেনা।  অপশন বাটনে ক্লিক করুন এবং New incognito window  বাটনে ক্লিক করুন।

৮। হারানো স্মার্টফোন খুঁজে পেতে চান?

আড্রেস বারে টাইপ করুন Find my phone । গুগল একটা পেজ ওপেন করবে যেটা আপনার হারানো মোবাইল খুঁজে পেতে সাহায্য করবে।  অবশ্যই উভ্য় ব্রাউজারে একই একাউন্ট দিয়ে লগ ইন করতে হবে।

৯। গুগল ক্রোমকে নিজের মত সাজিয়ে নিন-

https://chrome.google.com/webstore?hl=en&category=theme এই URL টি অ্যাড্রেস বারে লিখে ক্রোম থিম স্টোর  থেকে  আপনার গুগল ক্রোমটি সাজিয়ে নিন।

১০। বড় স্ক্রিনে কাস্ট করতে চান?

গুগল ক্রোম এর সর্বশেষ  ভার্সনটি  আপনার গুগল ক্রোম এর স্ক্রিন্টি বড় পর্দায় দেখা যাবে মাত্র কয়কেটি ক্লিক এর মাধ্যমেই।

যে ট্যাবটি বড় পর্দায় দেখবেন তা ক্লিক করুন । এরপর সেটিংস এ  কাস্ট এ ক্লিক করলেই বড় পর্দায় দেখা যাবে আপনার ট্যাবটি।

১১। ডু অ্যা ব্যারেল রোল-

যিনি কখনো স্টার ফক্স এর নাইন্টিড’স ক্লাসিক ভিডিও গেমটি খেলেছেন তিনি অবশ্যই এই ট্রিক্সটিকে বাহবা দিবেন।

অ্যাড্রেস বারে Do A Barrel Roll লিখুন এবং এন্টার বাটনে চাপ দিন। এরপর দেখতে পাবেন N64 এর অসংখ্য গেম ।

Related Posts

13 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.