Cheap price backlink from grathor: info@grathor.com

খেলছেন না আফগানিস্তানের রসিদ খান!

বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ এ আফগানিস্তান দল গতকাল বড় ধরনের ধাক্কা খেল। দলের সহ-অধিনায়ক ও লেগ-স্পিনার রসিদ খানের ইনজুরির কারণে দলের এ ধাক্কা আসে।

Marketing

রসিদ খান আফগানিস্তানের হয়ে ৩৪তম ওভারের ব্যাটিং করছিলেন। এ সময় নিউজিল্যান্ডের বলার ফার্গুশনের লোয়ার বাউন্স বল রসিদ খানের হেলমেটের ভেতর ঢুকে যায়। মাথায় আঘাতের পর রসিদ খান অস্বস্তিকর অবস্থায় ভুগতে থাকেন। তিনি বিশ্রামের জন্য মাঠ ছাড়েন এবং পুরো ম্যাচ মাঠের বাইরেই থাকেন।

এর আগে আফগানিস্তানের ওপেনার এবং উইকেট রক্ষক মোহাম্মাদ শেহজাদ বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ ছাড়েন ইনজুরির কারণে। তিনি অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটো ম্যাচ খেলেছিলেন।

Related Posts

8 Comments

Leave a Reply