খুব সহজে Gerund আয়ত্ত করার অভিনব কৌশল।

বিসমিল্লাহির রাহমানির রাহীম

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক অনেক ভালো আছ? তোমরা যারা Gerund নিয়ে খুব সমস্যায় আছ আমি তাদের জন্য আজ একটি অভিনব কৌশল নিয়ে হাজির হয়েছি। যার দ্বারা তোমরা অতি সহজেই মনের অজান্তেই Gerund আয়ত্ত করতে পারবে।

সঠিকভাবে ইংরেজী শিখতে Gerund একটি গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল টপিকস। আমরা অনেকেই হয়তো গ্রামারের মার প্যাচে পড়ে ইংরেজির অনেক কিছুই শিখতে পারিনা। আবার, কষ্ট করে শিখতে পারলেও মনে রাখাটা কঠিন হয়ে যায়। গ্রামার টপকে অনুকরণের মাধ্যমে খুব সহজে Gerund শেখার উপায়টি আগে রপ্ত করে নাও।

নিচের বাক্যগুলোর মতো করে আপনি চাইলে আরও শতশত বাক্য বানিয়ে পড়তে পারেন। দেখুন কিভাবে পড়বেন?

সেগুলি জানতে নিচের বাক্যগুলোকে ইংরেজি করে বারবার পড়ুন।

* হাঁটা/সাঁতার কাটা একটি ভালো ব্যায়াম।
* লেখা/ লিখন মানুষকে নিখুঁত/ বিশুদ্ধ করে।
* পড়ানো আমার প্রিয় পেশা।
* গাড়ি চালানো একটি ঝুঁকিপূর্ণ পেশা।
* মিথ্যা বলা মহা পাপ।

* ধূমপান ফুসফুসের ক্যান্সারের কারণ হয়।
* তার হাঁটা খুবই ধীর।
* আমার লেখা মানুষকে অনুপ্রাণিত করে।
* তার পড়ানো ছাত্রদের কাছে খুবই প্রিয়।
* তার গাড়ী চালানো খুবই ঝুকিপূর্ণ।

* তার ইংরেজি বলাটা আমাদেরকে গর্বিত করে।
* সংবাদপত্র পড়া মানুষকে জ্ঞানী করে।
* আমাদের শিক্ষকের লেখা খুবই সুন্দর।
* লোকটির পড়ানো আমাদেরকে সৃজনশীল করে।
* প্রধান সড়কে গাড়ী চালানোটা খুবই ঝুঁকিপূর্ণ।

* ইংরেজিতে কথা বলাটা যে কাউকেই গর্বিত করে।
* পড়া এবং লেখা ছাত্রদের কাজ।
* খাওয়া এবং ঘুমানো অলসদের কাজ।
* হাঁটা এবং দৌড়ানো মানুষকে শক্তিশালী/ মজবুত করে।
* গল্প এবং হাসাহাসি করাটা মানুষকে অশ্লীল/ বিকৃতমূর্তি করে।

* রান্না করা এবং খাওয়ানো মহিলাদের কাজ।
* ভালো লেখা ভালো ফলাফলের জন্য প্রয়োজন হয়।
* ভালো লেখা ভালো ফলাফলের জন্য প্রয়োজন হয়।
* সঠিক শিক্ষা ভালো রিজাল্ট করতে সাহায্য করে।
* কঠোর পরিশ্রম সফলতা নিয়ে আসে।

হাতে-কলমে Grammar নয়, অনুকরণ করার মাধ্যমই হলো ইংরেজি শেখার সবচেয়ে সহজ মাধ্যম। বিশ্বাস রাখুন আর বেশি বেশি অনুশীলন করুন। ইনশাআল্লাহ, আপনি এগিয়ে যাবেনই।

Related Posts

2 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.