খুব সহজে টেলিগ্রাম বোট তৈরি করুন প্রোগামিং ছাড়াই (পর্ব-১)

হেলো বন্ধুরা আসা করি ভালো আছেন।আল্লাহর রহমতে আমিও ভাল আছি।তো আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম এমন একটি টিপস যা দিয়ে নিজেই তৈরি করে ফেলুন টেলিগ্রাম বোট তাও প্রোগামিং ছাড়া পার্ট-১।তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই পোস্টটি।


১.শুরুতে চলে যান টেলিগ্রাম সার্চ বারে আর গিয়ে লিখুন Bot Father.


২.এবার এই বোট ফাদার টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করুন ও Start বাটনে ক্লিক করুন।


৩.এবার উপরের দেওয়া New Bot/Create New Bot অপশনটিতে ক্লিক করুন।


৪.এবার আপনি যে বোট টি খুলবেন তার জন্য প্রফেশনালি বা যেকোনো ইচ্ছামতে একটি নাম দিয়ে দিন।


৫.এবার একটি ইউসার নেম দিন যেমন আমি দিলাম Kicker 288 তারপর সেন্ড করুন।তারপর একটি কোড পাবেন কোডটি কপি করুন।


৬.এবার my bots/edit your bots অপশনটিতে ক্লিক করুন।


৭.আমি বটের ফন্ট পেজ ফটো চেন্জ করব তাই edit Bot Pic সিলেক্ট করলাম।


৮.এবার আপনি আপনার বটের ফন্ট পেজের বা প্রমো পেজ দেখতে চান যেমন তার একরি ছবি দিয়ে পেজ আপডেট করুন।


৯. এবার Menu Builder Bot লিখে সার্চ করুন।আর উপরের দেওয়া বোট চ্যানেলে প্রবেশ করুন।


১০.Add menu bot এ চলে যান।


১১.এবার Manage Bot এই অপশনটি ক্লিক করুন।


১২.bot father থেকে যেই বোট তৈরি করেছিলেন সেই বোট লিংক পেস্ট করুন।

১৩.দেখুন আমার বোট এর সকল ইনফরমেশন চলে এসেছে।


১৪.এবার Start বাটনে ক্লিক করুন।


১৩.এবার যেকোনো Button এ্যাড করতে পারবেন।

 

২য় পর্ব খুব শ্রীঘই আসবে গ্রাথরে অপোক্ষা করুন।আর ভালো থাকবেন সুস্থ থাকবেন।

আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন কোথা কোন ভুল থাকলে মার্জিত ভাষায় ধরিয়ে দিবেন এবং অবশ্যই আপনাদের বন্ধু-বান্ধব এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবেন যাতে তারা উপকৃত হতে পারে। আজকের মত এখানেই বিদায় ভাল থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেয ইনশাল্লাহ পরবর্তীতে আবারও দেখা হচ্ছে।আর সবসময় গ্রথোরের সাথে থাকবেন।

Related Posts

1 Comment

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.