খুব সহজে ইংলিশ শিখতে চান? তাহলে এইদিকে আসুন,,, এটা আপনার জন্য

বর্তমান সময়ে নিজেকে উন্নত করতে ইংলিশ ছাড়া বিকল্প কোন পথ নেই।  আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার ভালো রেজাল্ট এর জন্য ইংলিশ অবশ্যক। আপনি যদি চাকরিজীবি হয়ে থাকেন তাহলে ভালো আয় করার জন্য ইংলিশ অবশ্যক। এক কথায় আপনি যে পর্যায়ে থাকুন না কেন ওই পর্যায়ে ভালো উন্নত করতে হলে আপনার জন্য ইংলিশ ছাড়া বিকল্প কোন পথ নেই।

কিন্তু চিন্তার বিষয়!! খুব সহজে কীভাবে ইংলিশ শিখা যায়? বাজারে হাজার বই আছে ইংলিশ শিখার,  কোন বই টা সবচেয়ে ভালো হবে??? কেউ বলে ইংলিশ ভালো করতে হলে গ্রামার অবশ্যক,  আবার কেউ বলে ইংলিশ ভালো করার জন্য গ্রামারের চাপ সৈহ্য করি তে হবে না। সবার মনে এই প্রশ্ন জাগায় স্বাভাবিক যে, আমি কীভাবে খুব সহজে ইংলিশ শিখবো?  কোন টেকনিক অনুসরণ করবো? তাই আজ আপনাদের সামনে নিয়ে এসেছি দুনিয়ার সবচেয়ে বড় ও সহজ গাইডলাইন। যা অনুসরণ করলে অল্প দিনে আপনি ইংলিশে ভালো হতে পারবেন ।  তাই আসুন জেনে নি সেই অমূল্য কথা,

১। প্রথমে আপনাকে  Sentence সম্পর্কে ভালো জানতে হবে।  sentence ছাড়া ইংলিশ অচল।

২। তারপর আপনাকে ইংলিশের খুঁটি  Tense সম্পর্কে ভালো জানতে হবে।  Tense ছাড়া ইংলিশ শিখা অসম্ভব ।

৩। আপনাকে verb জানতে হবে ।

৪। preposition  জানতে হবে।

৫। article জানতে হবে।

তারপর,,,

৬। নিজে নিজে  Bangla to English  translation করূন।

৭। অনলাইনে বিদেশি ফ্রেন্ড বানান আর তার সাথে নিয়মিত ইংলিশে কথা বলতে থাকুন। ভয় পাবেন না৷ ভুল হওয়া স্বাভাবিক৷ ভুক থেকে শিক্ষাগ্রহণ করে এগিয়ে যান

মাত্র এই ৭টা টেকনিক অনুসরণ করলে আপনি খুব অল্প দিনে ইংলিশে ভালো হয়ে যেতে পারবেন৷ আর আপনাকে পুরা গ্রামার বই মুখস্থ করতে হবে না।  তাহলে দেরি কেন?আজ থেকে শুরূ করূন। শুভকামনা রইলো

Related Posts

7 Comments

  1. ইন্টারনেট cookies আমাদের জন্য কতটা উপকারী
    https://grathor.com/%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%87%e0%a6%9f-cookies-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%95%e0%a6%a4/

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.