Cheap price backlink from grathor: info@grathor.com

খাওয়ার সময় সালাম আদান প্রদান

খাওয়ার সময় সালাম আদান প্রদান ও প্রয়োজনীয় কথা বার্তা বলা যাবে কি.?

খাওয়ার সময় সালাম আদান প্রদান ও প্রয়োজনীয় কথা বালা যায়।যে সব কথা সাধারন অবস্থায় জায়েজ।তা খাবার খাওয়ার সময় ও জায়েজ।খাদ্য গ্রহনের সময় কোন কথা বা সালাম দেয়া যাবে না।মর্মে যে কথা সমাজে প্রচলিত আছে তার কোন  ভিত্তি নাই।

Marketing

রাসূল (ছাঃ) খাদ্য গ্রহনের সময় প্র‍য়োজনীয় কথা বলেছেন।আবূ হুরায়রা (রাঃ) বলেন-একবার রাসূল (ছঃ) খাদ্য গ্রহন কালে বলেন আমি কিয়ামতের দিন সমগ্র জাতির সর্দার হবো।

তোমরা কি জানো আল্লাহ্‌ কিভাবে (কিয়ামতের দিন) একই সমতলে সমগ্র জাতিকে একত্তিত করবেন।(বুখারি হাদিস হা/৩৩৪০; মুসলিম হা/১৯৪)

জাবের (রাঃ) বলেন একদিন রাসূল (ছাঃ) সিরকা খেতে খেতে বলেন সিরকা কতোই না ভালো তরকারী। সিরকা কতই উত্তম তরকারী। (মুসলিম হা/২০৫২ মিশকাত হা/৪১৮৩।)

অত্র হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী বলেন খাবার গ্রহন কারিদের আকৃস্ট করার জন্য কথা বলা মুস্তাহাব।(সরহ মুসলিম ১৪/০৭)।

ইবনু ক্বাইয়িম বলেন নবি (ছাঃ) খাবারের সময় কথা বলতেন (যাদুল মায়াদ ২/৩৬৭)

তবে এর অর্থ এই নয় যে খাবারের সময় অহেতুক কথা বা গল্প করা যবে।যেমন আজকাল ভোজ সোভাগুলোতে হয়ে থাকে।বরং এ সময় আল্লাহ্‌ র শুকরিয়া আদায়ের মধ্যে থাকতে হবে।

Related Posts

12 Comments

Leave a Reply