ক্যাপচা পূরণ করে কিভাবে আয় করতে হয় জেনে নিন

সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।গ্রাথোর এর পক্ষ থেকে আমি আবার চলে এসেছি।১টি মজার ইনকাম সাইট নিয়ে।যেটিকে সাধারণত ক্যাপচা বলা হয়ে থাকে।
ক্যাপচা নাম বা ক্যাপচা জিনিসটা কি আমরা কম বেশি সবাই জানি বা পরিচিত।আসুন আজ আপনাদের বলবো ক্যাপচা পূরণ করে কিভাবে আয় করতে পারবেন।গুগলে অনেকরম ক্যাপচা পুরনের কাজ রয়েছে।তাদের মধ্যেই সবচেয়ে ভালো ইনকাম করা যাই এমন সাইট এর নাম বলবো আপনাদের।আশা করি আপনারা মন দিয়ে পড়বেন।যারা জানেন না তাদের জন্য প্রথমেই বলে দিয় ক্যাপচা জিনিসটা কি।ক্যাপচা হলো কিছু ছবি দিবে আপনাকে তা দেখে দেখে লিখা বা ছবি সিলেক্ট করা যেটার ছবি সিলেক্ট করতে বলবে।এইতো এই টুকুই হলো আপনার কাজ।আমি সাইটির নাম উল্লেখ করে দিচ্ছি।সাইটটির নাম হলো Kolotibablo.আমি নিচে লিংক দিয়ে দিব আপনারা লিংকে গিয়ে দেখতে পারেন।
http://getcaptchajob.com/vzc4thpuhu
Promo materials

এই সাইটটি খুব প্রচলিত একটি সাইট।এই সাইটটি দীর্ঘ সময় ধরে পেমেন্ট করে আসছে।এই সাইটটিতে পেমেন্ট প্রুফ ও রয়েছে।মজার বিষয় হচ্ছে এই সাইটটিতে আপনি ১০০০ ক্যাপচা পূরণ করেই ১$ পেয়ে যাবেন।আর আমরা জানি ১$=৮০ টাকা।এইখানে ক্যাপচা পূরণ করতে তেমন সময়ও লাগে না।প্রতিদিন ২/৩ ঘন্টা ঘরে বসে কাজ করে খুব সহজেই আয় করতে পারেন ৮০টাকা।এই সাইটের কাজতো বলা হলো।আসুন জেনে আসা যাক কিভাবে আপনি আইডি খুলবেন।
এটিতে কাজ যেমন সহজ তেমনই সহজ আইডি খোলাও।
চলুন জেনে আসা যাক কিভাবে আইডি খুলবেন এবং কি করবেন।
লিংকে যাওয়ার সাথে সাথে আপনি আপনার আইডি খুলার অপশনটি পেয়ে যাবেন।আপনাকে শুধু আপনার নাম এবং ইমেইল আইডি দিয়ে আইডি খুলতে হবে।পরে ইমেইল এ গিয়ে আপনি আপনার আইডি ভেরিফাই করবেন।বাস হয়ে গেল আইডি খোলা।এর পর আপনি আপনার কাজ আইডিতে ঢুকে খুব সহজেই শুরু করতে পারেন।মনে রাখবেন যত বেশি কাজ মানে যত বেশি ক্যাপচা পূরণ করবেন তত বেশি আপনার লাভ।সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আপনি VPN ব্যবহার করতে পারবেন না।আপনি চাইলে ওই সাইটের এপ রয়েছে তা ব্যবহার করে বেশি বেশি ইনকাম করতে পারেন।
এখন এই সাইট এর পেমেন্ট সম্পর্কে বলি।এই সাইটটি হলো বিদেশি সাইট।টাকা উঠানোর মাধ্যম একটু ভিন্ন।তবে আপনারা চাইলে ডলারে টাকা তুলে,তা ডলার থেকে টাকা নিতে পারবেন।
অনেকে আছে ডলার ক্র‍য় করে থাকে আপনারা এই ডলার বিক্রি ও করতে পারবেন।খালি একটু সময় নিয়ে ও ধৈর্য্য ধরে কাজ করতে হবে।

  • আপনারা যদি কিছু না বুঝতে পারেন কিংবা আইডি খুলতে প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন।আমি আপনাদের যথা সম্ভব সাহায্য করবো

    ।ইনশাআল্লাহ।ধন্যবাদ।

Related Posts

6 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.