অনলাইনে ঘরে বসে ইনকাম করুন খুব সহজেই। অনলাইনে বিভিন্ন আউটসোর্সিং ওয়েবসাইট আছে যার মাধ্যমে আপনি ঘরে বসে টাকা উপার্জন করতে পারবেন। আপনার ঘরে যদি কম্পিউটার/ল্যাপটপ থাকে সেক্ষেত্রে আপনি অনলাইনে ফ্রি প্রশিক্ষণ নিয়ে খুব সহজেই ঘরে বসে ইনকাম করতে পারবেন। অনলাইনে ক্যাপচা-এন্ট্রি করে আপনি খুব সহজেই মাসে ৪,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন খুব সহজেই। ক্যাপচা এন্ট্রি করে ইনকাম করা খুবই সহজ এবং মাত্র ২ থেকে ৩ ঘন্টার ভেতর আপনি ৩ ডলার থেকে ৫ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন।
জনপ্রিয় দু’টি ক্যাপচা-এন্ট্রি ওয়েবসাইট:
- সলভ্ক্যাপচা.কম (Solvecaptcha.com)
- টুক্যাপচা.কম (2captcha.com)
ক্যাপচা ওয়েবসাইটে কিভাবে নতুন একাউন্ট খুলবেন জেনে নিন:
ক্যাপচা-এন্ট্রি আউটসোর্সিং ওয়েবসাইটে নতুন রেজিস্ট্রেশন করতে যেকোন একটি ক্যাপচা-এন্ট্রি ওয়েবসাইটে গিয়ে আপনার ব্যবহৃত ইমেইল অথবা নতুন ইমেইল দিয়ে ওয়েবসাইটে গিয়ে সাইনআপ অপশনে যাবেন এবং আপনার নাম, ঠিকানা, ইমেইল ও মোবাইল নাম্বার দিয়ে ফরম পূরণ করে সাবমিট করে নিন। পরবর্তীতে আপনি আপনার রেজিস্ট্রেশনকৃত আইডিতে লগইন করে কাজ করতে পারবেন।
ক্যাপচা-এন্ট্রি ওয়েবসাইট কি এবং এর কাজগুলো:
ক্যাপচা-এন্ট্রি বা অনলাইনে ডাটা-এন্ট্রি করে করে আউটসোর্সিং করে ইনকাম করাকে বোঝায়। আপনি খুব সহজেই অনলাইনে ক্যাপচা-এন্ট্রি করে প্রতিদিন ২০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।
সল্ভক্যাপচা ও টু ক্যাপচা ওয়েবসাইটের কাজগুলো:
ওয়েবসাইটে আপনি তিনটি শ্রেণীতে কাজ করতে পারবেন:
ওয়ার্কার (Worker)
কাস্টমার (Customer)
ডেভেলপার (Developer)
আপনি তিনটি শ্রেণীতে সল্ভক্যাপচা ও টুক্যাপচা ওয়েবসাইটে কাজ করতে পারবেন। আপনি ওয়ার্কার/কর্মী হিসেবে সল্ভক্যাপচা ও টুক্যাপচা ওয়েবসাইটে কাজ করতে পারবেন। কাস্টমার হিসেবেও ক্যাপচা ডাটা এন্ট্রি ওয়েবসাইটে আপনি কাজ করতে পারবেন। এছাড়াও সর্বশেষ ডেভেলপার সেকশনে আপনি ডেভেলপার হিসেবে খুব সহজেই কাজ করতে পারবেন। আপনি আপনার কম্পিউারে সফটওয়ার ইনস্টল করেও টুক্যাপচা সাইটে কাজ করতে পারবেন। এছাড়াও আপনি যদি মোবাইর উইজার হোন সেক্ষেত্রে আপনকে গুগল প্লে-স্টোর থেকে এন্ডয়েড বোট ডাউনলোড করে কাজ করতে পারবেন।
কাজের ধরণগুলো:
ট্রেনিং (Training)
ক্যাপচা-এন্ট্রি (Captcha entry)
অ্যাফিলিয়েট প্রগ্রাম (Affiliate program)
ক্যাপচা-এন্ট্রি ওয়েবসাইটে লগইন করে প্রথমে আপনাকে ট্রেনিং গ্রহন করতে হবে। ট্রেনিং স্টার্ট-ওভার করে আপনাকে সিস্টেম থেকে দক্ষতা অর্জনের জন্য কয়েকটি ক্যাপচা-এন্ট্রি করতে হবে। এছাড়াও আপনাকে এই ওয়েবসাইটে ক্যাপচা-এন্ট্রি করার পদ্ধতি ও ওয়েবসাইট পরিচালনা করার সঠিক মাধ্যম সম্পর্কে সিস্টেম থেকে জানানো হবে। ট্রেনিং শেষে আপনি ক্যাপচা-এন্ট্রি করে প্রতি মাসে ৪,০০০ টাকা থেকে শুরু করে ৫,০০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন খুব সহজেই। ক্যাপচা-এন্ট্রি করার কাজগুলো খুবই সহজ এবং আপনি আপনার মোবাইলে অবসর সময়ে ক্যাপচা এন্ট্রি করে প্রতিদিন ৩০০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। এরপর অ্যাফিলিয়েট প্রগাম যার মাধ্যমে আপনি রেফার করে ইনকাম করতে পারবেন।
ক্যাপচা-এন্ট্রি থেকে কিভাবে টাকা উত্তোলন করবেন জেনে নিন:
জনপ্রিয় দু’টি ক্যাপচা এন্ট্রি ওয়েবসাইটে আপনি আপনার ইনকাম খুব সহজেই করতে পারবেন। আপনি ওয়েবমানি, পারফেক্ট মানি, বিটকয়েন, এডভ্যান্স ক্যাশ, পেয়ার, এয়ারটিএম ও বিটকয়েনক্যাশ দিয়ে টাকা আপনার বিকাশ, নগদ ও রকেটে সরাসরি গ্রহন করতে পারবেন।
আপনার অবসর সময়ে আপনি অনলাইনে ক্যাপচা-এন্ট্রির কাজ করে মাসে ৪,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা েইনকাম করতে পারবেন খুব সহজেই।
Ok
amazing
Valo hoiece
Thanks
ভালো
খুব উপকারি একটা পোস্ট
gd
খুব ভাল
nice post
উপকারী পোস্ট। শুভ কামনা।
nice post
Nice
I like this post very much. I want to this start right now. It would have been more beneficial for me to write more details about this
ok