তিনি হলেন এ্যাথিক্যাল হ্যাকারদের মধ্যে ব্যাপক জনপ্রিয় উত্তর প্রদেশের শিবম বশিষ্ঠা।তিনি কেবল বাগ খুঁজে দিয়ে ১,২৫,০০০ ডলার উপার্জন করেছে।বাংলাদশী টাকায় যা ১ কোটি ৬০ লক্ষ টাকারও বেশি।
তিনি সান ফ্রান্সিসকোর হ্যাকার ওয়ানে কাজ করেন।হ্যাকারওয়ান হচ্ছে কোন প্রোগ্রামের বাগ সমস্যার সমাধান করেন।
শিবম বশিষ্ঠা টুইটারে তার হ্যান্ডেল @Bull নামে বেশি পরিচিত।তিনি একজন ফুল টাইম হ্যাকার।তিনি জানিয়েছে, দিনে ১৫ ঘন্টা তিনি হ্যাকিংয়ের পিছনে ব্যয় করেন।শিবম ১৯ বছর বয়সে কন্পিউটার বেসিক কোর্স করার পরে এ্যাথিক্যাল হ্যাকিংয়ের কাজ শেখেন।সাফল্য পেতে তাকে বেশিদিন অপেক্ষা করতে হয় নি।২০ বছর বয়সেই তিনি সাফল্য পেয়ে যান।
Hmm
Bujhechi
Nice
Oho
Thanks for sharing…
Nice
nice
nice
Tai ki