- “সফলতা”
সব মানুষই একটা কাজ করার আগে ভাবে আমি এই কাজে সফল হবো তো।তাই আজকে আমি আপনাদের বলবো কীভাবে আপনিও সফলতা অর্জন করতে পারেন। এই সম্পর্কে ৫ টি টিপস নিচে দেওয়া হলো!!
১.আপনি যে কাজে সফলতা অর্জন করতে চান সেটা নিয়ে ভাবুন।নিজেকে শারীরিক ও মানসিক ভাবে প্রস্তুত করুন ঐ কাজটির জন্য।
২.আপনি ঐ কাজটিতে সফল হয়ে গেছেন এটা মন থেকে কল্পনা করুন। এতে করে আপনার আত্মবিশ্বাস দৃড় হবে।
৩.কাজটি আপনি আপনার মতো করে করুন।কাউকে অনুসরন করবেন না।এবং কাজটি সম্পর্কে শুধু ভালো মন্তব্যগুলোই মাথায় রাখুন।সমালোচনায় কান দিবেন না।
৪. এবার আপনি চিন্তা করুন কাজটিকে কীভাবে অন্য মাত্রায় নেয়া যায়।যাতে যে আপনার কাজটিকে দেখে সে যাতে মুগ্ধ হয় এবং আপনার প্রশংসা করে।
৫. যতক্ষন পর্যন্ত না আপনার মনে হয় যে আপনি আপনার স্বর্বস্ব লাগিয়ে এই কাজটিকে উত্তম করার চেষ্টা করেছেন। ততক্ষন পর্যন্ত কাজ করে যান।
এই ৫ টি টিপস যদি আপনি আপনার জীবনে প্রয়োগ করেন।তাহলে আপনিও হতে পারবেন একজন সফল ব্যাক্তি। আর হ্যা মনে রাখবেন, পরিশ্রম এবং আত্মবিশ্বাস ছাড়া সফলতা অসম্ভব।
6 Comments
Leave a Reply
You must be logged in to post a comment.

good
Ok
Nice post
nice post
Nice
ok