- প্রেম করেছো নিজের ইচ্ছায়।
হোটেল গেছো নিজের ইচ্ছায়।
প্রেমিকের সাথে যখন তখন ফোনে নষ্টামি করছো।
সেটাও নিজের ইচ্ছায়।
একের পর এক ডেটে গেলে শরীরের জায়গায় জায়গায় হাত দিতে দিয়েছো।
তখন কাউকে জিজ্ঞেস করো নাই.
করেছো কি…??
কাজটা কি ঠিক না বেঠিক..??
ভ্রমরের কাজ ভ্রমর করছে.মধু খেয়ে ঊরে গেছে.দিন শেষে প্রেমিক তোমাকে ছেঁকা দিয়ে চলে গেল..
এখন তোমার মাথায় বুদ্ধির উদয় হয়েছে।
এখন বলেছো,পৃথিবীর সব ছেলেরাই খারাপ।,
তুমি যে খারাপ ছেলেটাকে বেছে নিয়েছিলে।
তা তো বলো না এক বার ও..
তোমাদের তো এসব লুইচ্চা ছেলেরই পছন্দ।
যারা লুতু পুতু কথা বলে মেয়ে পটাতে পারে,,,,
কখনও কি বোঝার বা জানার চেষ্টা করেছ,,,
একজন ছেলের পার্সোনালিটি বলতে কি বোঝায়..??
যে ছেলে তোমাদের পিছ ঘুরে,,তোমাকে ইম্প্রেস করছে তার,, কি ভরসা,,যে সে অন্য মেয়ের পিছে ঘুরবে না..?
কিন্তু না এসবের পরে ও,, তুমি যে নিজেই তার হাতে তোমার সম্ভ্রম তুলে দিয়ে, তার কাছে তোমাকে সস্তা করে দিয়েছো,,।
তা আর স্বীকার করবে না।
ওই ছেলে নিশ্চিত বাহিরে বলে বেরাবে।
,,ওই মেয়েটা ভাল না আমিও করেছি,তুই ও চেষ্টা করে দেখ..,!
এই কথা তো আর মিথ্যা না,,,,!
তাকে এই কথা বলার সুযোগ দিল কে..?
তুমিই তো নাকি.ভেবে দেখছো তা.?
এরপর পুরুষ জাতিকে গালি দিয়ে,,বাবা_মা এখন যার সাথে তোমার বিয়ে দিবে,,তাকেই বেছে নিয়ে চুপ থাকতে হবে,,!!
তোমার এই ব্যবহৃত শরীরকে, সতীত্বের মিথ্যা মোড়কে পেচিয়ে,,,নিজের দেব্ব্য তুল্ল স্বামী তাকে উপহার দিবে,,,,!!!
হ্যাঁ বাবা-মা যা করে সন্তানের ভালোর জন্যেই করে।যে ছেলেটিকে বিয়ে করে জীবন কাটিয়ে দিবে সেও একটি পুরুষ
একটা বার ভেবে দেখছো নিজের খুসির জন্য নিজের স্বামী কে ই ঠকালে….
এটাই কি তোমাদের ভালবাসা…….?.?
সমস্যা কি তোমাদের নিজেরা নিজেদের সামলে রাখতে পারো না কেমন মেয়ে তোমরা…..???
4 Comments
Leave a Reply
You must be logged in to post a comment.
Amazing
Asholei
Hur
…..