কবিতা- ০০২: মৃত্যুর হাত ধরে

মৃত্যুর হাত ধরে

-মাসুম বাদল

 

মৃত্যুর হাত ধরে পৃথিবী বেঁচে রবে সাবলীল-

এ এক ভ্রান্ত ধারনা – নিশ্চিত অলীক – ভ্রম

উদ্ভ্রান্ত সময় সুখকর নয় – নেই তাতে স্থিরতার সুখ

গতিহীন ঘূর্ণনে শুধুই অস্থির নিষ্পেষণ – শান্তি নেই কো তাতে মোটে

 

এর চেয়ে ঢের ভালো বুঝিবা স্বপ্ন শুধুই –

স্বপ্নই দিতে পারে মনে দেহে গতি –

জিইয়ে রাখা স্বপ্ন নিয়ে মানুষ হাঁটতে পারে বহুদূর

স্বপ্ন নিয়ে জীবনের পথে মানুষ হেটে যায় বহু ক্রোশ দূর

 

এক অন্ধ সময়ের মুখোমুখি দাড়ায়েছি যেন এসে আজ

পেছনে ফিরে যাবার পথ বন্ধ – আর সামনে কি আছে জানা নেই

অজ্ঞাত সম্মুখ ভয় দেয় হৃদয়ে – মনে

স্বপ্নহীন মন স্থবির সময় কুঁড়ে খায় ঘুন

 

কে আছে দেবে স্বপ্ন সুখ গতি

কে আছে জাগাবে সাহস আর দেবে মনে বল

অথবা-

কোথায় সেই হ্যামেলিনের যাদুকর দূত – যে কিনা

নেয়ে যাবে সব জঞ্জাল নিশ্চিত কোন এক গন্তব্যে

যেখান থেকে ফিরতে হবে না আর-

এই পথহীন স্বপ্নহিন বিরতির অন্ধ কূপের মুখে ।।

 

 

[অন্তর্নিহিত ভাবঃ এখন সত্যিই দুঃসময় চলছে। দুঃসময় চলছে সমস্ত পৃথিবী জুড়ে। আমাদের সমাজ দেশ ও দুনিয়ায় যেন ধরেছে পচন।

মনে স্বপ্ন নেই মনে আশা নেই আশা জাগানিয়া কোন দ্রষ্টা, সুর-স্রষ্টা কিংবা নেই কোন সুর। অস্থির অথচ স্থবির এক সময়ের দ্বারপ্রান্তে যেন

দাড়িয়ে আছি আজ আমরা। এক জায়গায়ঘুরছি – ঘুরপাক খাচ্ছি। স্বপ্নহীন মৃত মন মৃত দেহ মৃত মগজ নিয়ে সাবলীল নয় কোন জীবন।

আমাদের সমস্যা আসলে কোথায়। মৃত্যু পুরী কখনই সুখকর নয়। সুখহীন জীবন নয় জীবনই নয় যেন সত্যি।

 

আমরা সত্যি এই মৃত্যুপুরী হতে পরিত্রাণ চাই। আমরা জীবন চাই। আমরা জীবনে চাই গতি। আমাদের কি গতি নেই।

আমাদের কি সত্যিই নেই কোন পথ। অনেক মনিষী এই পৃথিবীতে এসেছেন এসেছিলেন। অনেক বানী এই পৃথিবীতে এসেছে।

মানুষ সেসব মেন সুখের শান্তির জীবনের পেয়েছিল সন্ধান। আমরা কি শুধুই নতুনের অপেক্ষায় রইবো? নাকি আমরা একটু মাথা খাটিয়ে

স্থিরতার সাথে খুঁজে দেখবো সেইসব পুরাতনেও থেকে থেকে যেতে পারে সমাধান এই স্থবির জীবনের। উত্তোরন মানেই নতুন সৃজন নয়।

সঠিক কোন পুরাতনও হতে পারে আধুনিকতর সমাধান। দিতে পারে সুখ চরমে। ]

 

Related Posts

15 Comments

  1. https://grathor.com/%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ab%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%8d/

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.