কবিতা-০০১ : রুপ বৈচিত্র্যে জীবন

যাত্রা শুরুর কথাঃ

সবাইকে অফুরন্ত শুভকামনা জানিয়ে এই নতুন অঙ্গনে আমার যাত্রা আজ থেকে

শুরু করতে যাচ্ছি। মনে আশা নিয়ে এসেছি – শুভ হক এই যাত্রা – এই নতুন অঙ্গনে।

আপনারা যারা আগে থেকে এখানে আছেন- লিখছেন পড়ছেন; আশা করি সবাইকে পাশে পাবো।

আশাকরি এই নতুন আগন্তুককে পাশে টেনে নেবেন, টেনে নেবার ব পাশাপাশি আগলেও রাখবেন।

আমিও থাকতে চাই আপনাদের স্নেহে মায়ায় আড় ভালবাসায়। আপনাদের প্রতিও রইবে আমার শ্রদ্ধা

ও ভালবাসা অফুরান। এই অঙ্গনের প্রতি রইবে আমার কৃতজ্ঞতা এমন একটা অঙ্গন নির্মাণের জন্য –

সেইসাথে আমাকে এখানে ঠাই দেবার জন্যে।

 

আশাকরি আমার কবিতাটি পড়ে দেখবেন এবং জানাবেন আপনাদের ভাললাগা কিংবা পরামর্শ।

আপনাদের ভালবাসা আমাকে দেবে শান্তি আর পরামর্শ আমাকে শুধরিয়ে দেবে আগামি পথ চলায়।

 

 

 

 

রুপ বৈচিত্র্যে জীবন

– মাসুম বাদল

 

বৈচিত্র্যময় রঙিন মানব জীবনই কাম্য

কাম্য না হলেও বৈচিত্র্যই জীবনের চিরন্তন রুপ

ঝিকিমিকি হাসি উজ্জ্বল রোদ যেমন সত্য

কালো গোমরা মুখো মেঘও তেমনই শাশ্বত

 

জীবন ঘূর্ণায়মান –

আপন কক্ষপথে তার যেমন দিনমান বিচরণ

সূর্যকে প্রদক্ষিণও তাকে করতে হয় বছরব্যাপি

রোদ বৃষ্টি হাসি কান্না মসৃণ দুর্গম

সবই মেনে নেয়া কিংবা মানিয়ে চলাই জীবন

 

থেমে নেই কেউ – থেমে থাকে না কেউ

স্থবিরতায় জীবন নয় – গতিময়তায়ই জীবন

যে যেমন গতি নিয়ে ধাবমান -তার জীবনটা তেমনই

উচ্ছল হাসির বেভুলো জীবনের পাশাপাশি

বিষণ্ণতার গ্রাসও সত্য জীবনের

 

ভেবে নেই বুঝিবা মৃত্যুই থামিয়ে দেবে সব – দেবে শান্তি অফুরান

মৃত্যুই সত্য – তবে শেষ সত্য নয়; বরং শুরু –

শুরু এক নতুনতর অফুরান জীবনের

থামবে না কিছুই – শেষ হবার নয় কোনো কিছুই

শেষ হবে না কোনো কিছুই – বরং বদলাবে

বদলাবে রুপ রঙ – গতি সময়

আমাদেরকে হতে হবে প্রস্তুত

থাকতে হবে প্রস্তুত –

সর্বদা ।।

 

 

[ কবিতাটির মুলভাবঃ জীবন আধুনিকথার পথে ধাবমান, উন্নতির পথে উড্ডীন। তবুও জিবনের বাস্তব উপলব্ধি বোধ করি সর্বদা প্রায় একই। হয়তো উপলব্ধির ব্যাখ্যা ও উপস্থাপনে পরিবর্তন এসেছে আসছে

আসবে এবং আসতেই থাকবে; কিন্তু উপলব্ধির অন্তরের হবে পরিবর্তন। মানুষ আনন্দে হাসবে – দুঃখ পেলে বাঁ হাতের উল্টো পিঠে মুছে নেবে চোখ। হুমড়ি খেয়ে পড়ে গেলে নতুন মনোবলে ঊঠে দাঁড়াবে আবার। আবারো চলবে নতুন আলোর আশায়। আমরা সবাই আলোর পথে ধাববমান।

আমরা আলোর পথযাত্রী। ]

Related Posts

13 Comments

  1. VERY FINE. Link: https://sohojaffiliates.com/reffer/2784
    জয়েন করলেই পাবেন 100টাকা। বাংলাদেশের সবচেয়ে বড় এফিলিয়েট প্লাটফর্মে স্বাগতম।

  2. https://grathor.com/%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ab%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%8d/

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.