কবিতা “অমর একুশ” “সৃষ্টি” “বৃক্ষ” “শিশির”

অমর একুশ
লিখেছেন মোঃ রাজিব আহসান
একুশ হলো এই মাটির এক সোনার অলংকার
তাই আমার বাংলা একে নিয়ে করেন অহংকার
কোটি কোটি মন ক্ষিপ্ত হয়েছে একুশের এই দিনে
এক সমুদ্র রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে কিনে
লক্ষ লক্ষ মা-বোনের হারিয়েছে সম্মান
অগণিত শহীদ ভাইয়েরা জীবন করেছে দান
হায়নার দল চুষে খেয়েছে বাংলাকে নয় মাস
শকুনের দল ছেড়ে খেয়েছে শহীদ ভাইয়ের লাশ
জল আসে চোখে সব কথা বলতে নাহি পারি
হাজার সালাম জানাই তোমায় একুশে ফেব্রুয়ারি

সৃষ্টি
লিখেছেন মোঃ রাজিব আহসান
=যেদিকে তাকাই অপূর্ব সব ভরে যায় মোর দৃষ্টি
নিখুঁতভাবে সবকিছু প্রভু তুমি করেছ সৃষ্টি
মনের সুখে দিচ্ছ না মেয়ের চরম সুখের বৃষ্টি
বুঝেছি আমি মহান তুমি এটাও তোমার সৃষ্টি
এই ভুবনে পাঠিয়েছো তুমি গাই যেনো তোমার গান
অপূর্ব রূপে সাজিয়েছো নিজ হাতে গড়া এই বাগান
আকাশ বাতাস চন্দ্র সূর্য সবই তোমার দান
একেক পাখির কন্ঠে দিয়েছো একেক রকম গান
অবাক দু চোখে আর কী দেখবে মুখ ফুটিয়ে বল না
তাকিয়ে দেখো পাহাড়ের বুকে অতুলনীয় ঝরনা
তোমার সৃষ্টি দেখে মনটা অবাক হয়ে যায়
পানির তলায় জীবগুলো সব কেমনে থেকে যায়
তোমার সৃষ্টি তোমার ইশারায় হয়ে আছে চলমান,
তুমি হলা সবার প্রভু সর্বশক্তিমান

বৃক্ষ
লিখেছেন মোঃ রাজিব আহসান
ছোট্ট একটি বীজের ভিতর কেন যে তুমি লুকাও
আলো মাটি ও পানির ছোঁয়ায় আকাশ ছুঁয়ে দাড়াও
ছোট থেকে বড় হও ছড়িয়ে দাও ডালপালা
অবাক চোখে পৃথিবীটাকে দেখো সারাবেলা
যে দেখে তোমায় সেই কেন হয় করে যে ভীষণ মায়া
উপহারস্বরূপ দিচ্ছ তুমি সুখ শান্তির ছায়া
বিধাতা তোমার বিশাল শরীরে দিয়েছেন অনেক বল
মোদের বলেছেন ক্ষুধার জন্য খাওয়া বৃক্ষের ফল
জন্মের পর সবাইকে তুমি দিয়ে যাও আশ্বাস
তোমারি নিচে বসে আমরা ফেলি স্বস্তির নিঃশ্বাস
সবই বুঝো তুমি বলছো না তবু হয়ে গেছো নিরুপায়
আমি বৃক্ষ দাঁড়িয়ে আছি সময়ের অপেক্ষায়

শিশির
লিখেছেন মোঃ রাজিব আহসান
শিশির আমি হন্য হয়ে খুঁজছি তোমাকে
কুয়াশায় ঢাকা দেখছি তোমায় শীতের সকালে
এই ধরনী দেখে তোমায় চায় সে প্রতিক্ষণ
শীতকালে হয় যে সূচি তোমার আগমন
তুমি না এলে সবই যেন চুপসে থেকে যায়
তুমি এলে এই ধরণীর শীতল হয়ে যায়
শীতকালে এই পৃথিবী ভ্রমণ করে বেড়াও
সকাল-সকাল সবকিছুরই শরীর ধুয়ে যাও
তোমার ছোঁয়ায় সব কিছু তুমি সতেজ করে রাখ
তার ইশারায়এই প্রকৃতি অপরূপ রুপে আঁকো
তোমায় দেখে কবির মনে উদয় হল বুলি
মানবজাতি খুশি হয়ে খাইছে পিঠাপুলি
নীজ হাত দিয়ে বিধাতা তোমায় করেছেন যেন সৃষ্টি
আসবা তুমি আবার কবে অপেক্ষায় মোর দৃষ্টি

Related Posts

12 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.