Cheap price backlink from grathor: info@grathor.com

কবিতা

কোথাও স্নিগ্ধ গোলাপের বাগানে ফোটে ফুল!
আর কোথাও জলের বিছানা বিছানো বহুদূর।
সেখানে,
তপ্ত রোদের পরে জমে মেঘ,

Marketing

জমাটে বাধে আকাশ,
ভারী হয় তার বুক,
আছরে পরে ধরায় সে কি অবিরাম জলকান্না,

থামে না, থামে না,থামতে চাহে না,
অত:পর বিশ্রী প্লাবন! আহা! কি বিরূপ!
আমি দেখিয়াছি সংগ্রামী জীবন, যেন পরতে পরতে জীবন যুদ্ধ আর অন্ধকারে পোকামাকড়ের স্তুপ।

সময়ের কোন দাম নাইকো সেখানে, তাইতো খেয়া থাকে নিথর দাড়ায়ে,
এ যেন এক অন্য ভূবন, করিতে পারি না আপন।।

আপন করিতে চাই গোলাপের বাগান, যেথায় আছে পাখির কলরব, ভ্রমরের গুঞ্জন, আছে স্নিগ্ধতা, বাতাসে তার সুভাষ।

আছে বাস্তব জীবনের আধুনিক ছোয়া, আছে সহজতর জীবনের রূপ।

দিতে পারো কি?? হে মহান! যাহা চাই আমি আমার অনুকূল…….

Related Posts

Leave a Reply