ওয়েবসাইট থেকে টাকা আয় করার উপায়

ওয়েবসাইট থেকে টাকা আয় করার জনপ্রিয় উপায়: আমরা তো আমাদের নিত্য দিনের নানা সমস্যার সমাধান খুঁজতে গুগল করি। তারপর আমাদের সমস্যার সমাধান পেয়ে যায়। আসলে এসব সমস্যার সমাধান কি গুগল নিজে দেই মানুষকে?  না এসব সমস্যার সমাধান দেই নানা ওয়েবসাইট। আর গুগল আমাদের এই সমস্যার সবচেয়ে উৎকৃষ্ট সমাধান দেওয়া ওয়েবসাইট গুলো ক্রমান্বয়ে দেখায়।

এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে আমাদের সমস্যার সমাধান দিয়ে ওয়েবসাইট মালিকের লাভ কি? আসলে আপনি যখন সমস্যার সমাধান নেওয়ার জন্য ওয়েবসাইটে যান তখন ঐ ওয়েবসাইট মালিক কিছু টাকা ইনকাম করে। এবং আপনি চাইলে নিজেও একটি ওয়েবসাইট খুলে সেটিতে মানুষকে নানা সমস্যার সমাধান দিয়ে আয় করতে পারবেন।

তাহলে চলুন দেখে আসি কিভাবে ওয়েবসাইট থেকে আয় করা যায় অথবা ওয়েবসাইট থেকে আয় করার উপায় গুলো কী কী?

ওয়েবসাইট থেকে আয়ের উপায়:একটি ওয়েবসাইট থেকে নানারকম ভাবে আয় করা যায় যেমন:এডসেন্সের মাধ্যমে আয়,নিজের পণ্য বিক্রি,এ্যাফিলিয়েট মার্কেটিং

• এডসেন্সের মাধ্যমে আয়

এডসেন্স হলো গুগলের একটি বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান। এটি শুধু মাত্র ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলের জন্য বিজ্ঞাপন প্রোভাইড করে থাকে। আপনার ওয়েবসাইটের সব কন্টেন্ট যদি ইউনিক হয় এবং কোন প্রকার কপি রাইট ইমেজ ব্যবহার না হয় তাহলে আপনার ওয়েবসাইটকে এডসেন্স এপ্রুভাল দিবে।

এছাড়াও এডসেন্সের আরো কিছু পলিসি আছে আপনার ওয়েবসাইটকে এপ্রুভ করানোর জন্য সব পলিসি মেনে কাজ করতে হবে। যখন আপনার ওয়েবসাইট এপ্রুভাল পাবে তখন আপনি এডসেন্স দেওয়া নানা কোড আপনার সাইটে প্লেস করলে অনেক বিজ্ঞাপন দেখাবে।

তার তখন যখন কেউ আপনার ওয়েবসাইটে আসবে দেখবে বিজ্ঞাপন গুলো। এবং বিজ্ঞাপনের প্রতি ক্লিক এবং ইমপ্রেশন এর জন্য কিছু টাকা আপনার এডসেন্স একাউন্টে জমা হবে এভাবে ১০০ ডলার জমা হয়ে গেলে আপনি আপনার ঐ টাকা সরাসরি ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার তুলতে পারবেন। এভাবেই ওয়েবসাইটের দিয়ে এডসেন্স দ্বারা আয় করা যায়।

• নিজের পণ্য বিক্রি

আপনার ওয়েবসাইটে যদি ভালো ভিজিটর আসে আপনি নিজের কিছু পণ্যের বিজ্ঞাপন দিতে পারেন ওয়েবসাইটে তারপর যখন মানুষ আপনার ওয়েবসাইটে আসবে আপনার পণ্যের বিজ্ঞাপন দেখে পণ্য কিনবে। কিন্তু এক্ষেত্রে আপনার পণ্য এবং আপনার ওয়েবসাইট টপিক একই হতে হবে যার ফলে আপনার সেলস বাড়বে অনেক

• এ্যাফিলিয়েট মার্কেটিং

এ্যাফিলিয়েট মার্কেটিং হলো যদি আপনি অন্য কারো পণ্য মার্কেটিং করে বিক্রি করতে পারেন তাহলে আপনি কিছু কমিশন পাবেন। যেমনঃ- আপনি ডারাজ এর একটি এসির এ্যাফিলিয়েট মার্কেটিং করবেন। তখন ডারাজ থেকে আপনাকে একটি লিংক দিবে এবং ঐ লিংকে ক্লিক করে কেউ যদি এসি কিনে তাহলে আপনি ১০% কমিশন পাবেন।

শেষ কথা:

আপনি যদি সম্পূর্ণ বিগিনার হতে চান তাহলে আমার আপনার প্রতি উপদেশ থাকবে আপনি ওয়েবসাইট থেকে আয়ের কথা না ভেবে আগে ওয়েবসাইটের কন্টেন্ট ডেভলপ করুন এবং ভিজিটরস জড়ো করুন। যদি আপনার ওয়েবসাইট গ্রো হয় তাহলে আপনি যেকোন ভাবেই আয় করতে পারবেন৷ সবাইকে ধন্যবাদ পোস্টটি এতক্ষণ পড়ার জন্য।

Related Posts

6 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.