এসো ভাল আমল করি, জান্নাতী জীবন গড়ি

মহান রাব্বুল আলামিন আমাদের একমাত্র সৃষ্টিকর্ত ।একমাত্র তাহার দয়াতে পৃথিবীর সকল সৃষ্টিকূল বেঁচে আছে।আল্লাহর তা’য়ালার নিকট আমরা দু’হাত তুলে প্রার্থনা করি ,যাতে ভবিষ্যৎজীবনে কল্যাণ বয়ে আনতে পারি।একমাত্র দোয়া বা প্রার্থণার মধ্যে রয়েছে কল্যাণ। পরিত্র কোরআন মাজিদ ও হাদিস শরীফে মানুষ তথা অন্যান্য সৃষ্টিকূলের কল্যাণ ও বিপদ-আপদ হতে মুক্তির নিদর্শন পাওয়া যায়। দোয়াগুলো খুবই সহজ এবং ছোট। তাই সহজে মুখস্থ করা যায়।  আনবে।তাই সকলের মঙ্গলের জন্য আমি কিছু ছোট ছোট আমলের কথা তুলে ধরেছি।আসুন জেনে নেই সেই গুরুত্বপূর্ণ আমলগুলো সম্পর্কেঃ-

আপনি হয়ত জানেন না যে,খুব ছোট ছোট আমলের লাভ করা যায় জান্নাতী জীবন।আপনার প্রতিদিনের ভাল আমলগুলো যে কত গুরুত্বপূর্ণ তা জানলে আপনি অভাক হবেন।আপনার এবং আপনার পরিবারের সকল সদস্য যাতে এই ক্ষুদ্র আমল করে সুন্দর জীবন গড়ে তুলতে পারে এবং মহান রবের অশেষ দয়ায় জান্নাতী জীবন লাভ করতে পারে সেজন্য আমার এই প্রয়াস।তো আসুন আর কথা না বাড়িয়ে শুরা করা যাকঃ-

 

আমলের জন্য গুরুত্বপূর্র্ণ দোয়াগুলো

  •  ঈমানীয়াত
  •  ঘুম , খানা , কাপড় , চলা-ফেরা , টয়লেট , দেখা-সাক্ষাত , লেন-দেন ,বাজার , সফর ইত্যাদি সম্পর্কিত দোয়া ও ইস্তেগফারসমূহ।
  •  বৈবাহিক ও সাংসারিক সংক্রান্ত।
  •  বিপদ-আপদ , অসুস্থতা, ভয়-ভীতি , ঝড়-বৃষ্টি , কবর সংক্রান্ত।
  • ইস্তেগফার ও দুরুদ সংক্রান্ত
  • সালাত  সংক্রান্ত সকল দুআ সমূহ (তাকবীরে তাহরিমা, সানা, সুরা, রুকু, তাসবীহ , সিজদা, তাশাহুদ, সালাম, দু’আ মাসুরাহ এস্তেখারা, জানাজা , সালাতুল হাজত, সালাতুত তাসবীহ )
  • চাঁদ , সেহরী , ইফতার সংক্রান্ত রোজার দোয়াসমূহ।
  • তালবিয়াহ , হাজরে আসওয়াদ , তওয়াফ , জমজম ,সাফা-মারওয়া , আরাফাহ, কুরবানী, কঙ্কর নিক্ষেপ সংক্রান্ত অর্থাৎ পবিত্র হজ্জ্ব সংক্রান্ত দোয়া বা আমলসমূহ।
  • পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহা সংক্রান্ত দোয়া ও আমল সংক্রান্ত।

উপরোক্ত দোয়া ,আমল ও ইস্তেগফারগুলো আপনারা গুগল প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। ইনস্টল করে মহান আল্লাহর নাম নিয়ে শুরু করে দিন।আর আমার পোস্ট যদি আপনার ভাল লেগে থাকে তবে অবশ্যই মন্তব্যে জানাবেন।

Related Posts

5 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.