Cheap price backlink from grathor: info@grathor.com

এসএসসি-২০২১ জীববিজ্ঞান এ্যাসাইনমেন্ট নং-২ প্রশ্ন ও একটি নমুনা উত্তর

আসসালামু আলাইকুম,

Marketing

আজকে আমি এই পোস্ট এ আপনাদেরকে এসএসসি-২০২১ সালের পরীক্ষার্থীদের দেওয়া এ্যাসাইনমেন্ট এর প্রশ্ন ও আপনাদেরকে একটি নমুনা উত্তর লিখে দিব।

নমুনা উত্তরটি হুবুহু না লিখে এখান ধারণা নিজেদের মতো করে লিখবেন।

ভুল-ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

জীববিজ্ঞান প্রশ্ন-

• প্রথমে জীববিজ্ঞান পাঠ্যপুস্তকের ৩৩-৪২ নং পৃষ্ঠা পাঠ করতে হবে।
• এবার নিচের বৈশিষ্ট্যের তালিকাটি লক্ষ্য করতে হবে
(অ্যাসাইনমেন্টের মধ্যে এই তালিকা ওঠানাের প্রয়ােজন নেই)

একটি ছক্কা নিতে হবে যেখানে এক থেকে ছয় পর্যন্ত যেকোনো
পূর্ণসংখ্যা পড়তে পারে। যদি ছক্কা না পাওয়া যায় তাহলে ১ থেকে ৬
পর্যন্ত সংখ্যা লেখা ছয়টি কার্ড বানিয়ে নিতে পারবে যে কার্ডগুলাে
দিয়ে ছক্কার মতাে লটারি করা যাবে।

ছক্কাটি পরপর তিনবার ছুড়ে যে তিনটি দান উঠবে সেই তিনটি সংখ্যা
খেলার একটি রাউন্ড হিসেবে গণ্য হবে।

উদাহরণ: ধরা যাক, যথাক্রমে ৩, ৬ এবং ৪ পড়ল। তাহলে সেই
ব্রাউন্ডে উপরের বৈশিষ্ট্যের তালিকা থেকে বৈশিষ্ট্য-১ হিসেবে ৩ নং
বৈশিষ্ট্য (একন্তরী) বেছে নিতে হবে; বৈশিষ্ট্য-২ হিসেবে ৩ + ৬ = ৯
নং বৈশিষ্ট্য (স্তম্ভের মতাে) বেছে নিতে হবে; এবং বৈশিষ্ট্য-৩ হিসেবে
৯ +৪ = ১৩ নং বৈশিষ্ট্য (সিলিয়াযুক্ত) বেছে নিতে হবে। হকে
নির্ধারিত ঘরে এগুলাে লিখতে হবে এবং ‘বলােতো আমি কে?’ এর
ঘরে ঐ তিনটি বৈশিষ্ট্য ধারণ করে এমন প্রাণিটিস্যু বা প্রাণিকোষের
নাম লিখতে হবে। এই ঘর পূরণ করার জন্য অবশ্যই পাঠ্যপুস্তকে
নির্ধারিত পৃষ্ঠাসমূহের (৩৩-৪২) মধ্যে থেকে মােটা হরফে ছাপা
নামসমুহ বেছে নিতে হবে।
• যদি সেই তিনটি বৈশিষ্ট্য মিলিয়ে কোনাে প্রাণিটিস্যু বা প্রাণিকোষ না
পাওয়া যায় তাহলে আবার ছক্কা ছুড়তে হবে এবং বৈশিষ্ট্য
কাগজে নােট করতে হবে যতক্ষণ পর্যন্ত না এমন তিনটি বৈশিষ্ট্য
পাওয়া যায় যেগুলো দিয়ে একটি সত্যিকারের প্রাণিটিস্যু বা প্রাণিকোষ
বােঝায়। যেমন: ৯নং বৈশিষ্ট্যের পরও না মিললে আবার ছক্কা থেকে
১ পড়ল, তখন দেখতে হবে ১০ নং বৈশিষ্ট্যের সাথে আগের তিনটির
মধ্যে কোন দুটি মিলিয়ে গ্রহণযােগ্য কোনাে প্রাণিটিস্যু বা প্রাণিকোষ
পাওয়া যায় কিনা। পাওয়া গেলে তখন সেই তিনটি বৈশিষ্ট্য মিলিয়ে
একটি রাউন্ড হবে।
• এভাবে যদি ১৮ নং পার হয়ে যায় তাহলে আবার ১ নং থেকে
বৈশিষ্ট্যের নং গণনা শুরু হবে। যেমন: ১৬ নং এর পরে ছক্কায় ৫
পড়লে ১৬ + ৫ = ২১ হয়। কিন্তু বৈশিষ্ট্য আছে ১৮ নং পর্যন্ত, তাই ২১
বলতে ১৮ এর পর তিন ঘর অর্থাৎ ৩ নং বৈশিষ্ট্য বােঝাবে।
• এমন দশটি রাউন্ড খেলতে হবে যেগুলােতে অবশ্যই কোনো না কোনাে
প্রাণিটিস্যু বা প্রাণিকোষের বৈশিষ্ট্য মেলে এবং সেগুলাে উল্লিখিত দুকে
লিখতে হবে।
• তিনটি বৈশিষ্ট্য মিলে যায় এমন একাধিক প্রাণিটিস্যু বা প্রাণিকোষ
পাওয়া গেলে সেগুলোর মধ্যে যেকোনাে একটির নাম সেই রাউন্ডের
“বলােতাে আমি কে?’ ঘরে লেখাই যথেষ্ট।
• তিনটি বৈশিষ্ট্যের হবহু মিলে যাওয়া রাউন্ড একাধিকবার লেখা যাবে
। একই রাউন্ডে একই বৈশিষ্ট্য একাধিকবার গণ্য করা যাবে না।
সেক্ষেত্রে পুনরায় হক্কা ছুঁড়ে অন্য বৈশিষ্ট্য বেছে নিতে হবে। তবে ভিন্ন
রাউন্ডে একই বৈশিষ্ট্য থাকা সম্ভব।
• সবশেষে পুরণকৃত ছকটি অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিতে হবে।

নমুনা উত্তর –

ধন্যবাদ।

 

Related Posts

8 Comments

Leave a Reply