এসএমএস লিখে টাকা ইনকাম করবেন কিভাবে? (SMS Blogging)

লেখালেখি করে আয় করার প্রক্রিয়াটি অনেক আগে থেকেই চলে আসছে। অনলাইন মার্কেটপ্লেস তে এখন একজন লেখক এর প্রচুর চাহিদা রয়েছে।

আর তাই লেখালেখিতে যদি আপনার দক্ষতা থাকে তাহলে আপনি অবশ্যই অনলাইন থেকে ভালো কিছু উপার্জন করতে পারব। লেখালেখি যেকোনো নিশ নিয়ে হতে পারে, যেমন; রিভিউ, টেক রিলেটেড, খেলাধুলা, স্বাস্থ্য, ইনকাম আইডিয়া, লিরিক্স আরো ইত্যাদি। তবে আজকের আর্টিকেলে আমরা ভিন্ন একটি নিশ নিয়ে লেখালেখি করে আয় করার বিষয়ে জানবো। এসএমএস বিষয়টির সাথে আমরা কমবেশি প্রায় সবাই পরিচিত। এই এসএমএস টপিকে লেখালেখি করি আপনি আয় করতে পারেন। বিষয়টা একটু অন্যরকম হলেও সত্যি। আজকের আর্টিকেলে আমরা এটাই জানার চেষ্টা করব যে এসএমএস টপিকে লেখালেখি করে কিভাবে আমরা আয় করতে পারি।

কিভাবে এসএমএস লিখে আয় করবেন?

আমরা মূলত কথা বলবো, SMS Blogging এর বিষয়ে। এই প্রক্রিয়ায় একটি ব্লগ বা ওয়েবসাইটে যেকোনো এসএমএস টপিকে আর্টিকেল লিখতে হবে আপনাকে। এখন অনেকের মাথায় প্রশ্ন আসবে যে এত সব ব্লগিং নিশ থাকতে কেনো আমি আপনাদের এসএমএস নিশ নিয়ে ব্লগিং করার কথা বলছি। কোনো ইভেন্ট এর উইশ এসএমএস আমরা সাধারণত ইন্টারনেট থেকে সার্চ করে কপি করে থাকি। এই উইশ এসএমএস যেকোনো বিষয়ের উপর হতে পারে যেমন, Birthday Wish, Merage Anniversary, Father’s day Wish, Mother’s day আরো ইত্যাদি। এই সকল ডে তে অনলাইনে উইশ এসএমএস নিয়ে প্রচুর পরিমাণে সার্চ হয়।

আর অন্যান্য নিশ তুলনায় এই নিশ অনেকটা সহজ বিধায় আপনি সহজে কম সময়ে এই নিশ নিয়ে একটি আর্টিকেল লিখতে পারেন।

এসএমএস ব্লগিং এর ক্ষেত্রে আপনার কি কি প্রয়োজন?

একটি ব্লগ সাইট তৈরি (ব্লগার বা ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরি করতে পারেন)

  • একটি ভালো ডোমেইন (.com, .in, .info ইত্যাদি)
  • একটি প্রিমিয়াম থিম
  • ইন্টারনেট সংযোগ
  • একটি মোবাইল ফোন বা কম্পিউটার

যদি আপনার এই সকল কিছু থাকে তাহলে আপনি এসএমএস ব্লগিং শুরু করে দিতে পারবেন। এখন অনেকের মনে একটি প্রশ্ন থাকবে যে কেন SMS Blogging করবেন এতে লাভ বা সুবিধা কি। চলুন এর বিষয়ে নিচে জানা যাক।

  • এসএমএস ব্লগিং নিশ এর মধ্যে কম্পিটিশন অন্যান্য নিশ তুলনায় কম। ফলে সহজে সার্চ রেজাল্টে সাইট বা সাইটের পোস্ট রেঙ্ক করানো যায়।
  • মিলিয়ন ট্রাফিক পাওয়ার সুযোগ থাকে এই নিশ এর আর্টিকেলগুলোতে। কেননা নানান ধরনের এসএমএস নিয়ে প্রতিনিয়ত অনেক মানুষ সার্চ ইঞ্জিনে সার্চ করছে।
  • অন্যান্য নিশ থেকে ইনকাম বেশি।

মূলত এই তিনটি পয়েন্ট থেকে আমরা বুঝতে পারি যে এসএমএস ব্লগিং কেন লাভজনক ব্লগিং নিশ। পরিশেষে বলব, যাদের লেখালেখি করে আয় করার ইচ্ছা রয়েছে তারা এই নিশ নিয়ে একটি ব্লগ সাইট বানিয়ে তাতে এসএমএস লিখে আয় করতে পারেন। আর্টিকেলটা নিয়ে যেকোনো মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগল শেয়ার করবেন। শেষ করছি এইটুকুতেই, আল্লাহ হাফেজ

Related Posts

6 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.