এলো নতুন গেমস- Among US

মুঠোফোনের জগত মাতাতে এলো নতুন এক গেম। খুব দ্রুতই সাড়া ফেলা দেওয়া এই গেমটির নাম Among US । এটি একটি মাল্টিপ্লেয়ার গেম, অনলাইন অথবা নিজেদের ভিতর হটস্পট তৈরী করে- দুইভাবেই খেলা যায় এই গেমটি। সর্বনিম্ন ৩ জন ও সর্বোচ্চ ১০জন প্লেয়ার লাগে এই Among US গেমটি খেলার জন্য। আমেরিকান গেম কোম্পানি ইনারস্লোথ এই Among US গেমটি বাজারে আনে ২০১৮ সালে।

এই গেমটি টিমওয়ার্ক ও বিট্রেয়ালের এক অপূর্ব সমন্বয়। প্লেয়ারদের ভিতর একজন হবেন ইম্পোস্টার। তার কাজ হল প্লেয়ারদের খুন করা। এই ইম্পোস্টার কে সেটা খুঁজে বের করা হল বাকিদের কাজ। সাথে সাথে কিছু ছোট ছোট টাস্ক থাকবে। এই টাস্কগুলো সমাপ্ত করাও প্লেয়ারদের কাজের অংশ। ইম্পোস্টার কে সেটা বের করার জন্য ভোটের আয়োজন করা যায়, চ্যাটবক্সে ইম্পোস্টার কে হতে পারেন সেটা নিয়েও আলোচনা করার সুযোগ থাকছে। অন্যদিকে ইম্পোস্টার চাইবেই অন্যের উপর দোষ আরোপ করে নিজের গা বাঁচিয়ে চলার। এবং সুযোগমত এক এক করে প্লেয়ারদের খতম করার। দারুন উপভোগ্য Among US গেমটি খেলার জন্য আপনার এন্ড্রোয়েড বা আইফোন যেকোন প্ল্যাটফর্ম ই ব্যবহার করতে পারেন। নিজের বন্ধু বা পরিজনের সাথে খেলার জন্য একজন গেম হোস্ট করে বাকিরা সেই গেমে জয়েন দিতে পারবেন। এছাড়া যদি অনলাইনে খেলতে চান তবে সে সুযোগও থাকছে। অনলাইনে খেলতে চাইলে অনলাইনে গিয়ে বিভিন্ন গেমে জয়েন করতে পারবেন সহজেই।

Among US গেমটির ফ্রি ভার্সনে অ্যাড দেখাবে যেটা আপনারা দূর করতে পারেন পেইড অ্যাপ কেনার মাধ্যমে। তাছাড়াও ফ্রি অ্যাপে গেম চলাকালীন কোন অ্যাড দেখায় না। সুতরাং গেমে বিঘ্ন ঘটার কোন প্রশ্নই আসেনা।

গেমটি খেলার সময় ভোটাভুটির মাধ্যমে ইম্পোস্টার কে সেটা খুঁজে বের করতে হবে। সঠিক জন কে চিহ্নিত করা গেলে অন্য প্লেয়ার রা ( যাদের গেমের ভাষায় ক্রুমেট বলা হয় ) বিজয়ী হবে। ভুল ব্যক্তিকে চিহ্নিত করা হলে উক্ত ব্যক্তি মারা যাবে এবং গেম চলতে থাকবে। পুনরায় ভোটাভুটির সুযোগ থাকে। ভোটাভুটি করার জন্য সবাইকে মিটিং এ ডাকতে হয়। দুই উপায়ে মিটিং এ ডাকা যায় -১। এমার্জেন্সি বাটনে চাপ দিয়ে, ২। কোন মৃতদেহ দেখতে পেলে সেটা রিপোর্ট করে। আর শেষমেষ যদি সবাই মারা যায় অথচ ইম্পোস্টার কে সেটা বের করতে পারার আগেই তাহলে ইম্পোস্টার বিজয়ী হয়। গেম খেলার আগে টিউটোরিয়াল গেম খেলার সুযোগ থাকছে অ্যাপের ভিতরেই যাতে গেমারের কোন সমস্যা না হয়।

চরম উপভোগ্য Among US গেমটি ডাউনলোড করতে চাইলে নিচের লিংক এ ক্লিক করুনঃ

আইফোনঃ https://apps.apple.com/us/app/among-us/id1351168404

এন্ড্রয়েডঃ https://play.google.com/store/apps/details?id=com.innersloth.spacemafia

Related Posts

16 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.