এবার মোবাইল থেকে কম্পিউটারে সকল ফাইল শেয়ার করুন ইউএসবি কেবল ছাড়াই শুধু Es File Explorer এর সাহায্যে

হেলো বন্ধুরা আসা করি ভালো আছেন।আল্লাহর রহমতে আমিও ভাল আছি।এই করোনাকালে আমরা সবাই রীতিমতো বাড়িতে বসে রয়েছি ফলে আমরা সবাই গ্রাথরপ প্রতিনিয়ত কিছু নতুন পোস্ট নিয়ে হাজির হচ্ছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম এমন একটি পোস্ট যা দিয়ে আপনি ইউএসবি কেবল ব্যবহার না করে Es File Explorer এর সাহায্যে সকল ফাইল শেয়ার করতে পারবেন।তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই পোস্টটি।

১.শুরুতে আপনার মোবাইলে থাকা নোটিফিকেশন বার এ যান সেখান থেকে আপনার মোবাইলে থাকা হটস্পট টি অন করে দিন।


২.এবার আপনার কম্পিউটার থেকে হটস্পট এর ওয়াইফাইটি কানেক্ট করে নিন।


৩.এবার আপনার মোবাইলে থাকা Es File Explorer এ্যাপটিতে প্রবেশ করুন ও সেখান থেলে ৩ডট অপশনে যান এবার উপরের স্কিনশর্ট অনুযায়ী নেটওয়ার্ক অপশনটিতে ক্লিক করুন।


৪.এবার দেখুন Remote Manager নামে একটি অপশন আছে এই অপশনটি সিলেক্ট করুন।


৫.এবার Turn On করে দিন ঠিক উপরের দেখানো স্কিনশর্ট এর মতো।

 

 

 

 

৬.এই Ftp Address টি দেখুন সেটি আবার আপনার পিসিতে টাইপ করতে হবে।এই Ftp Address ঠিক শেয়ারইটের হটস্পট সিস্টেম এর মতোই এটি আপনার মোবাইল থেকে নেটওয়ার্ক তৈরি করে যাতে আপনি পিসি বা যেকোনো ডিভাইসে ফাইল আদান-প্রদান করতে পারেন।


৭.এবার আপনার পিসিতে থাকা ফাইল এ যান সেখানে সার্চ বার এ গিয়ে এই Ftp Address টি সার্চ করুন।


৮.দেখুন আমরা ফোনে থাকা সকল ফাইল পিসিতে চলে দেখা যাচ্ছে এখন আমি চাইলে এখান থেকে যেকিছু কপি করে পিসিতে বা পিসি থেকে কপি করে মোবাইলে রাখতে পারব।

আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন কোথা কোন ভুল থাকলে মার্জিত ভাষায় ধরিয়ে দিবেন এবং অবশ্যই আপনাদের বন্ধু-বান্ধব এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবেন যাতে তারা উপকৃত হতে পারে। আজকের মত এখানেই বিদায় ভাল থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেয ইনশাল্লাহ পরবর্তীতে আবারও দেখা হচ্ছে।আর সবসময় গ্রথোরের সাথে থাকবেন।

Related Posts

6 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.