এবার বিরক্ত করায় এক বানরকে মৃত্যুদণ্ড দেয়া হলো !

প্রিয় পাঠক আশা করি ভাল আছেন
আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।

তো আপনাদের সাথে আজকে একটা অদ্ভুত পোস্ট শেয়ার করব যেটা শুনলে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন তো চলুন শুরু করা যাক আজকের পোষ্টের বিষয়।

আজকের পোস্টে যে বিষয়ে কথা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা একটা বানর নিয়ে বিনা কারণে একটা বানরকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে ভারতের কোন একটা রাষ্টে

ভারতের উত্তরপ্রদেশে কোন এক রাষ্ট্রের দেয়া হয়েছে একটি বানর কে মৃত্যুদণ্ড।

কারণ এই বানর এর বিরুদ্ধে ২৫০ জন অভিযোগ এবং মামলা করে থানায় । কারণ এই বানরের উৎপাতের করার জন্য ওই এলাকার লোকজন খুবই অতিষ্ঠ হয়ে পড়েছিল কারন দিন দিন এই ধরনের অত্যাচার নাকি ও এলাকায় বেড়েই যাচ্ছিল স্থানীয় সূত্রে জানা যায়, ওই বানরের নাম নাকি ছিল,, কালুয়া,,

সেখানকার স্থানীয় মানুষজন এই বানরের বিরুদ্ধে একই অভিযোগ বারবার জানাতে থাকে

পুলিশের তথ্য অনুযায়ী উত্তরবঙ্গের মির্জাপুর উপজেলায় অন্তত 25শ মানুষকে কামড়ে আহত বা হামলা করেছে কালুয়া নামের এই বানরটি এই বানর কে ধরার জন্য কানপুরের একটি বন অধিদপ্তর আসে এবং মানুষকে নিয়ে যায় এবং সেটাকে নিয়ে যে অনেকদিন পর্যন্ত একটি খাচায় আটকে রাখে ।

তাতেও তার কোন পরিবর্তন হয়নি তাকে আবার ছেড়ে দিলেই সুযোগ পেলেই সে মানুষের উপরে হামলা করে এর হামলা করার মূল বিষয় জানা গেছে ।

এই কালুয়া নামের বানরটি থাকতো নাকি একটা সন্ন্যাসীর কাছে সে নিয়মিত মদ পান করত এবং কালুয়া কেউ মদ পান করা তো সন্ন্যাসী মারা যাওয়ার আর কেউ দেখভাল করে না এবং মদদেই না সে মদের নেশার টানে তাই এরকম হয়ে মানুষের উপরে অত্যাচার করে।

পরে যে চিড়িয়াখানায় এই বানর কে আটকে রাখা হয় সেখানকার কর্তৃপক্ষ রা এই বানর কে ফাঁসিতে মৃত্যুদণ্ডের আদেশ দেয় কারণ যেন আর কোন মানুষের উপরে আক্রমণ করতে না পারে।

তো বন্ধুরা আশাকরি আপনাদের পোস্ট টা অনেক অনেক ভালো লেগেছে আর কার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ।

ধন্যবাদ সবাইকে।

Related Posts

8 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.