Cheap price backlink from grathor: info@grathor.com

এপ্পস থেকে মাসে কত টাকা ইনকাম করা যায়?

আশা করি সবাই ভালো আছেন।আমরা তো সবাই এপ্পসে কাজ করেছি বা করছি আবার কাওর করার ভাবনা আছে।এখন এই এপ্পস দিয়ে কতটাকা ইনকাম করা যায় বা এপ্পসগুলো আমাদেরকে পেমেন্ট কেনো করেন সেই নিয়ে আজকে বলবো;

Marketing

আমরা তো ইউটিউবে বা গুগলে দেখি যে প্রতিদিন ৫০০ টাকা আয় করুন এই এপ্পস থেকে।প্রতিদিন ১০০০ টাকা ইনকাম করুন এই এপ্পস থেকে।আমি দায়িত্ব নয়ে বলছি এইগুলো সবগুলোই স্কেম বা ভন্ড।কারন ৫০০-১০০০ টাকা যদি আপনাকে একটা এপ্পস দে তাহলে সেই এপ্পস কাজ করার জন্য মানুষ লাইন লেগে যাবে।আর বাকিরা যারা কাজ করবে তাদেরকেও প্রতিদিন ৫০০-১০০০ করে দিলে কোম্পানি ৩ দিনও টিকবে না।আপনাকে তাদের যতদিন প্রয়োজন  হবে পেমেন্ট দিবে তাদের ইচ্ছে শেষ হয়ে গেলে তারা পেমেন্ট দেওয়া বন্ধ করে দিবে।আর লাইফটাইম পেমেন্ট করার এপ্পস আমি কোনোদিন দেখি নি।

আর এইরকম এপ্পস এখনো তৈরি হয় নাই।আপনি বেশি হলে একটা এপ্পস থেকে ৬,৭ ঘন্টা পরিশ্রম করলে ১০০ টাকা ইনকাম কপ্রতে পারবেন।আর ইনকামটা ও লাইফটাইম না।কারন যখন এপ্পসের প্রয়োজনমতো ডাউনলোড হপ্যে তখন পেমেন্ট দেওয়া বন্ধ করে দিবে।তখন আপনি কি করবেন?তাই আমি আপনাদেরকে বলবো এই রকম এপ্পসের কাজ করে আপনি পকেট খরচটা শুধু চালাতে পারবেন।আর আপনি এর থেকে একটা ভাল কাজ করুন সেটা হচ্ছে ফ্রিল্যান্সিংটা শিখে ফেলুন।যেটার ইনকাম লাইফটাইম হবে।বাংলাদেশে প্রায় ৬ লাখ মানুষ ফ্রিল্যান্সিং করে পরিবার চালাচ্ছে।কেও বা স্টুডেন্ট হয়ে নিজ্র খরচ চালাচ্ছে।এবং এটার একটা সুন্দর ভবিষ্যত আছে।যেটা আপনার চাকরি বা কাজের পাশাপাশি একটা ভাল ইনকাম দিবে।আর আপনি যদি মোবাইলের ইনকামের উপর নির্ভর করেন তাহলে দেখবেন কয়েকবছর পর এপ্পস ঠিকই রয়েছে,শুধু বন্ধ হয়ে গিয়েছে আপনাদেরকে পেমেন্ট দেওয়া।

তাই আপনি ভাবুন একটা এপ্পস থেকে ৬-৭ ঘন্টা পরিশ্রম করে ৬ মাস পরে ১৮ হাজার টাকা ইনকাম করবেন।নাকি ৬ মাস কাজ শিখে পরে প্রতি মাসে ৩০-৪০ হাজার টাকা ইনকাম করবেন।

Related Posts

23 Comments

Leave a Reply