এক নজরে ফিফা ওয়ার্ল্ড কাপের বিজয়ী তালিকা- ভাগ=২ঃ (১৯৮২-২০১৮)

এর আগে আমরা দেখেছিলাম ফিফা ওয়ার্ল্ড কাপের বিজয়ী তালিকা (১৯৩০-১৯৭৮)। অর্থাৎ প্রথম ১১ টি টুর্নামেন্টের ফাইনাল স্কোর। সেটা ছিল ভাগ=১। আর আজকে আমরা দেখব ফিফা ওয়ার্ল্ড কাপের বিজয়ী তালিকা (১৯৮২-২০১৮)। সুতরাং শেষের ১০ টি টুর্নামেন্টের ফাইনাল স্কোর। অর্থাৎ আজ ভাগ=২। তো চলুন শুরু করি।

  • ১৯৮২ সালের বিজয়ী ছিল ইতালি। রানার আপ ছিল পশ্চিম জার্মানি। এবারের খেলা হয়েছিল স্পেন- এ।
  • ১৯৮২ সালের ফাইনাল স্কোরঃ ইতালি ৩-১ পশ্চিম জার্মানি
  • ১৯৮৬ সালের বিজয়ী ছিল আর্জেন্টিনা। রানার আপ ছিল পশ্চিম জার্মানি। এবারের খেলা হয়েছিল মেক্সিকো- তে।
  • ১৯৮৬ সালের ফাইনাল স্কোরঃ আর্জেন্টিনা ৩-২ পশ্চিম জার্মানি
  • ১৯৯০ সালের বিজয়ী ছিল পশ্চিম জার্মানি। রানার আপ ছিল আর্জেন্টিনা। এবারের খেলা হয়েছিল ইতালি- তে।
  • ১৯৯০ সালের ফাইনাল স্কোরঃ পশ্চিম জার্মানি ১-০ আর্জেন্টিনা

  • ১৯৯৪ সালের বিজয়ী ছিল ব্রাজিল। রানার আপ ছিল ইতালি। এবারের খেলা হয়েছিল যুক্ত্ররাষ্ট্র- এ।
  • ১৯৯৪ সালের ফাইনাল স্কোরঃ  ১২০ মিনিট পরও স্কোর 0-0 থাকে। তারপর পেনাল্টি- তে=  ব্রাজিল ৩-২ ইতালি
  • ১৯৯৮ সালের বিজয়ী ছিল ফ্রান্স। রানার আপ ছিল ব্রাজিল। এবারের খেলা হয়েছিল ফ্রান্স- এ।
  • ১৯৯৮ সালের ফাইনাল স্কোরঃ ফ্রান্স ৩-০ ব্রাজিল
  • ২০০২ সালের বিজয়ী ছিল ব্রাজিল। রানার আপ ছিল জার্মানি। এবারের খেলা হয়েছিল জাপান- এ।
  • ২০০২ সালের ফাইনাল স্কোরঃ ব্রাজিল ২-০ জার্মানি
  • ২০০৬ সালের বিজয়ী ছিল ইতালি। রানার আপ ছিল ফ্রান্স। এবারের খেলা হয়েছিল জার্মানি- তে।
  • ২০০৬ সালের ফাইনাল স্কোরঃ ১২০ মিনিট পর স্কোর ছিল ১-১। তারপর পেনাল্টি- তে=   ইতালি ৫-৩ ফ্রান্স

  • ২০১০ সালের বিজয়ী ছিল স্পেন। রানার আপ ছিল নেদারল্যান্ডস। এবারের খেলা হয়েছিল দক্ষিন আফ্রিকা- তে।
  • ২০১০ সালের ফাইনাল স্কোরঃ স্পেন ১-০ দক্ষিন আফ্রিকা (৯০ মিনিট পর স্কোর ছিল 0-0)
  • ২০১৪ সালের বিজয়ী ছিল জার্মানি। রানার আপ ছিল আর্জেন্টিনা। এবারের খেলা হয়েছিল ব্রাজিল- এ।
  • ২০১৪ সালের ফাইনাল স্কোরঃ জার্মানি ১-০ আর্জেন্টিনা (৯০ মিনিট পর স্কোর ছিল 0-0)
  • ২০১৮ সালের বিজয়ী ছিল ফ্রান্স। রানার আপ ছিল ক্রোয়েশিয়া। এবারের খেলা হয়েছিল রাশিয়া- তে।
  • ২০১৮ সালের ফাইনাল স্কোরঃ ফ্রান্স ৪-২ ক্রোয়েশিয়া

কোন দেশ কতবার বিজয়ী হয়েছেঃ

  1. ব্রাজিল = ৫ বার 
  2. জার্মানি = ৪ বার
  3. ইতালি = ৪ বার 
  4. আর্জেন্টিনা = ২ বার 
  5. উরুগুয়ে = ২ বার 
  6. ফ্রান্স = ২ বার 
  7. স্পেন = ১ বার 
  8. ইংল্যান্ড  = ১ বার 

তো বন্ধুরা, এই ছিল বিজয়ী তালিকা। সবার উপরে রয়েছে ব্রাজিল। এই ব্রাজিল ১৯৭০ সালে টানা ৩ বার জিতে আইন অনুযায়ী “জুলেরিমে ট্রফি” নিয়ে যায়। তারপর ১৯৭৪ সাল থেকে এখন পর্যন্ত ব্যবহৃত হচ্ছে “ফিফা ওয়ার্ল্ড কাপ”। তাই এখন এই টুর্নামেন্টকে বলে “ফিফা ওয়ার্ল্ড কাপ”। এবং ১৯৭০ সাল পর্যন্ত এটাকে বলা হতো “জুলেরিমে ট্রফি”।

লেখক- তনয় পাল 

Related Posts

38 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.