একদিন জ্বর সকালে
গাজী মোহাম্মদ আব্দুল মাজেদ
একদিন
জ্বর সকালে
তোমারে দেখেছি,
তোমার পিতার কাছে যাব
ভয় ভয় মুখটাকে চিনে রেখেছি।
সে যে
এসেছিল
শূন্য পায়ের স্বরে,
জ্বর তো এখনো কমেনি
বলেছিল আমার কপাল ধরে।
আমি
আমার জন্য
সে চোখে দেখেছি
সংসারের ভালোবাসা।
ভুলতে পারি না চুপ চুপ আসা।
শোনো
সবাই শোনো,
আমি যে তখনই
মনে মনে ঠিক করেছি,
কিছু মানুষ গিয়ে, নিয়ে আসব
তারে
আমার হৃদয়
বাড়ি। মোনের হাতে
দোয়া করো, তারে যেন
জনম জনম ভালোবাসতে পারি।
বাহ সুন্দর
Good
অসাধারন লেগেছে
সুন্দর
nicee
https://grathor.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa/
দারুণ কবিতা
good post
দারুন
❤️
❤️