আসসালামুয়ালাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন। আশা করি সবাই ভাল আছেন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই কিভাবে একদিনে কম খরচে সোনারগাঁও ও পানাম সিটি ভ্রমণ করবেন। তো চলুন শুরু করা যাক। ইতিহাস-ঐতিহ্যের কাছাকাছি যেতে যারা পছন্দ করেন তাদের জন্য নারায়ণগঞ্জ জেলার প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁও একটি আদর্শ জায়গা। ছুটির দিনে পরিবার বা বন্ধুবান্ধবদের নিয়ে একদিনে ঘুরে আসুন ঢাকার কাছের এ প্রাচীন জায়গা। এখানে ভ্রমণ আনন্দের সাথে সাথে ইতিহাস ও গ্রামীণ ঐতিহ্যের গভীরে যাওয়া সুযোগ মিলবে। আমাদের আজকের আয়োজনে থাকছে সোনারগাঁও ইতিহাস, দর্শনীয় স্থান, কিভাবে যাবেন, কিভাবে ঘুরে দেখবেন, খরচ ও ভ্রমণের বিস্তারিত প্রয়োজনীয় সকল তথ্য। এক সময় সাহিত্য শিল্পকলা এবং সংস্কৃতিতে সোনারগাঁও ছিল বাংলাদেশের এক গৌরবময় জনপদ। ১২৮১ খ্রিস্টাব্দে বাংলার হারিয়ে যাওয়া শহর নামে পরিচিত পানাম নগর, বাংলার তাজমহল, মেঘনার বুকে জেগে ওঠা চড়, মায়াদ্বীপ এবং প্রাচীন জনপদের আরো অনেক নিদর্শন । ঢাকা বা নারায়ণগঞ্জ জেলার আশেপাশের স্থান থেকে একদিনে ঘুরে আসা যায় সোনারগাঁও থেকে। ঢাকা হতে নিজস্ব গাড়িতে সরাসরি সোনারগাঁও চলে যেতে পারেন অথবা গুলিস্তান থেকে বাস সার্ভিস করে যেতে পারেন। বুধ ও বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে এখানে অবস্থিত কারুশিল্প ফাউন্ডেশন। ১৯৭৫ সালে জয়নুল আবেদিন ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন। গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে বাম পাশে চোখে পড়ে অপূর্ব সুন্দর সরদার বাড়ি, টেরাকোটার অপূর্ব কারুকার্যময়, অতীতের অনেক ভাবগাম্ভীর্য মনে করিয়ে দেয়। বড় সরদার বাড়ি দিয়ে এগিয়ে যেতে থাকলে একে একে চোখে পড়ে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ভাস্কর্য, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের আবহমান পক্ষ ভাস্কর্য, জয়নুল আবেদিনের ভাস্কর্য এবং জয়নুল আবেদিন স্মৃতি জাদুঘর। জাদুঘরে গ্রাম বাংলার প্রাচীন শিল্পীদের সুনিপুণ হাতের তৈরি বিভিন্ন শৈল্পিক ও বিভিন্ন দৈনন্দিন পণ্য সামগ্রী সহ প্রায় সাড়ে ৪ হাজার নিদর্শন সংরক্ষিত আছে। প্রতিটি হস্তশিল্প দেখে ধারণা পাওয়া যাবে প্রাচীন বাংলার সমৃদ্ধ ঐতিহ্য সম্পর্কে। এছাড়া জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে আছে কাঠে খোদাই করা কারুশিল্প, আদিম জীবন ভিত্তিক নিদর্শন, পোড়ামাটির ফলক সহ প্রাচীন অনেক নিদর্শন। জাদুঘর ছাড়াও এখানে আছে লাইব্রেরী, কারুশিল্প গ্রাম, ছায়া ডাকা বিশাল উদ্যান, ইচ্ছে হলে সবুজে মোড়ানো উদ্যানে লেকের জলে নৌকায় ঘুরে বেড়াতে কিংবা গাছের ছায়ায় আড্ডায় কাটিয়ে দিতে পারেন। আগামী দিন নতুন কিছু নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।
Related Posts
বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট বড় অনেক জমিদার বাড়ি। তাদের মধ্যে মহেড়া জমিদার বাড়ি অন্যতম। মহেড়া জমিদার বাড়ি…
ভ্রমন এমন একটি বিষয় যা আমাদের অভিজ্ঞতা বাড়াতে অসাধারণ ভূমিকা পালন করে। একটি পরিপূর্ণ ভ্রমণ গাইডের মাধ্যমে ভ্রমণের অভিজ্ঞতাকে আরো…
সাজেক ভ্যালি ভ্রমণ খরচ, ভ্রমণের সেরা ৫ টি কারণ, সাজেক ভ্যালি ভ্রমণ খরচ, ঢাকা থেকে সাজেক ভ্রমণ, চট্টগ্রাম টু সাজেক…
বান্দরবানের দর্শনীয় স্থান দেখার মতো কি কি আছেবানদরবন হলো প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি। এটি বাংলাদেশের পর্যটন মানচিত্রে একটি উল্লেখযোগ্য
আমাজন জঙ্গল কোন দেশে অবস্থিত, অ্যামাজন জঙ্গল কোথায় অবস্থিত এবং অ্যামাজন জঙ্গল এর কিছু গোপন ইতিহাস তুলে ধরবো, আশা করি…
14 Comments
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
Good
gd
Nice
Nice
Vlo
Gd
good nice
Nice
Nc
আমি গিয়েছিলাম
nc
Ok
Good
nice