একটি লাল জামা

মেয়ে ঃবাবা আমায় একটা লাল জামা কিনে দিবে এই ঈদে?
বাবা ঃহুম মা কিনে দিবো,আমার মেয়ে টাকে অই লাল জামা তে একদম পরি মনে,লাল পরির মত লাগবে.

এর পর বাবা ভাবতে লাগলো আমার মেয়ে তো এই ভাবে কিছু চাই নি,হঠাৎ করে কেনইবা লাল জামা চাইলো,আবার তা ঈদে এই বা কেন.এখন নয় কেন…
যায় হোক কিছু বুঝতে পারলাম না.আমার একমাত্র রাজকন্যা কিছু আব্দার করেছে বলে কথা.পরের দিন অফিস থেকে ফেরার পথে মেয়ের জন্য একটা সুন্দর থেকে লাল জামা নিয়ে বাড়ি ফিরলাম, মেয়ে কে কাছে ডেকে জামাটা হাতে দিয়ে বললাম এই নাও তোমার লাল জামা.

মেয়েঃ বাবা আমি তো তোমার কাছে ঈদে লাল জামা চেয়েছি, এখন তো বলিনি বাপ্পা,

বাবাঃ আমি জানি মা আমার মেয়ে ঈদে বলছে,কিন্তু আমার সোনা মা টা কিছু ছেয়েছে আমি না আনি থাকতে পারি,
মেয়েঃ বাপ্পা তাইলে ঈদে কি হবে?
বাবাঃ আমি কিছুতে বুঝতে পারছি না,লাল জামা ঈদে লাগবে কেন,কি হয়েছে আমার মেয়ের, তবু মেয়ে কে বললাম আবার ঈদে কাপড় এনে দেব ত আমার সোনামণি কে.
মেয়েঃ আচ্ছা বাবা,কিন্তু লাল জামা চাই।

বাবাঃ আচ্ছা মা,এখন জামাটা পরিয়ে দিয় মা,
মেয়েঃ না পাপ্পা ঈদে পড়ব,
বাবাঃ মা ঈদে আবার লাল জামা এনে দিব তো,

মা এতক্ষণ দাড়িয়ে বাবা আর মেয়ের কথা শুনতে ছিলেন, আর মনেমনে ভাবতে লাগলেন আমার মেয়ের আবার কি হল….

মাঃ এই বার মেয়ে কাছে গিয়ে মেয়েকে ডাকলেন,বললেন আরিষা এই দিকে আইতো মা,
মেয়েঃকাছে গেল, বল মাম্মা?

মাঃ মা তোমার পাপ্পা কত সুন্দর তোমার জন্য জামা আনল তুমি পড়ে দেকছ না কেন?

মেয়েঃ মাম্মা পাপ্পা বলচে আমায় ঈদে আর একটা লাল জামা এনে দিবে তখন পড়ব.

বাবাঃ মা তখন কিনে দিলে অইটা পড়.

মেয়েঃপাপ্পা মাম্মা এখন যদি পড়ে ফেলি তাইলে ঈদে আমি পড়তে পারব কিন্তু মুনিয়া কে পড়তে কি দিব?

বাবাঃ
মা এই দিকে আয়।কি হয়ছে আমায় বল.
মেয়েঃ পাপ্প কাল মুনিয়া অর মা থেকে একটা লাল জামা খুজতে ছিল,অরে যেন ঈদে একটা লাল জামা কিনে দেয়, তখন আন্টি বলল মা যদি পাড়ি কিনে দেব,তখন মুনিয়া কান্না করে বলল মা গত বার অহ তো অই কথা বলেছ কিন্তু কিনে দাও নি,তখন আন্টি কান্না করে বলল আমরা তো গরীব মা….তখন আন্টি বলল যা মা কিনে দিব এই বার,

তারপর মুনিয়া বলল বলল আমার মত যেন একটা লাল জামা কিনে দেয়,তখন আন্টি বলল আমাদের মত পোশাক ওরা পড়তে পারে না,ওরা গরীব তাই… মেয়ে আবার বলল মাম্মা পাপ্পা আমাদের মত জামা ওরা কেন পড়তে পারে না?

বাবা মাঃ ২ জন এই চুপ এখন,ভাবছে কি উত্তর দিবে তারা..কারণ এর কোন উত্তর তাদের জানা নেই

  1. চলবে….

Related Posts

6 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.