আসসালামুয়ালাইকুম কেমন আছেন আপনারা আজকে আপনাদের সামনে কিছু মারাত্মক শিরকের কথা বলব. যা আমরা প্রতিনিয়ত করে থাকি. শিরক মানে হল আল্লাহর সাথে কারো তুলনা করা. আল্লাহ এক ও অদ্বিতীয় তাঁর কোন শরীক নেই আর তার সাথে কোন কিছু তুলনা করা তাই হল শিরক. আল্লাহ শিরকের গুনাহ কখনো ক্ষমা করে না শিরক হলো অনেক বড় কবিরা গুনাহ.
1/ ইঁদুরের গর্তে দাঁত রাখা: আমরা মনে করে যে ইঁদুরের গর্তে দাঁত রাখলে আমাদের দাঁত চিকন এবং সুন্দর হবে. তারমানে আমরা ইঁদুরকে আল্লাহর সাথে তুলনা করেছি. আসলে এদের কোন ক্ষমতা নেই এটা শুধুমাত্র একটা কুসংস্কৃতি আর এটা অনেক বড় একটা কবিরা গুনাহ এবং শিরক.
2/ ট্রাকের পেছনে ছেড়া জুতা টাঙ্গানো এক্সিডেন্ট থেকে বাঁচার জন্য করা হয়. এই জুতা কে আল্লাহর সাথে তুলনা করা হয়েছে আল্লাহ যদি রক্ষা না করে তাহলে আর কারোর এই দুনিয়াতে রক্ষা করার কোন ক্ষমতা নেই. এটা অনেক বড় কবিরা গুনা.
3/ মাজার কে ভরসা করা: আমরা মাজারে বিভিন্ন কারণে সিজদা দেই, দোয়া চাই যেন আমাদের জীবনের সমস্যাগুলো দূর করে দেয়. মাজার কখনো মানুষের সমস্যা দূর করতে পারবে না. মাজার কে আল্লাহর সাথে তুলনা করা হয়েছে আর এটা একটা শিরক.
4/ বাচ্চাদের কপালে ফোঁটা দেওয়া: ছোটবেলায় বাচ্চাদের কপালে ফোঁটা দেওয়া হতো যেন বাচ্চাদের নজর না লাগে, কপালের ফুটার কোন ক্ষমতা নেই শিশুকে রক্ষা করার. এটা অনেক বড় শিরক কপালের ফোঁটার সাথে আল্লাহর ক্ষমতার তুলনা করা হয়েছে এটা এক ধরনের কবিরা গুনা.
5/ পরীক্ষার দিন ডিম খাওয়া যাবে না: যারা মনে করেন পরীক্ষার দিন ডিম খেয়ে গেলে পরীক্ষা খারাপ হবে তারা মনের অজান্তেই আল্লাহর সাথে শিরক করে ফেলেছেন. কারণ ডিমের কোন ক্ষমতা নেই পরীক্ষা খারাপ করার.
এই পাঁচটা শিরক আমরা সব সময় করে থাকি.

allah maf karun…..
সুন্দর পোস্ট
shirk kora valo na.
সবই কুসংস্কার।
আল্লাহ্ আমাদেরকে শিরক থেকে বাঁচার তৌফিক দিন,
nice
good
Nice