Cheap price backlink from grathor: info@grathor.com

উচ্চতর গণিত-২ এ্যাসাইনমেন্ট এসএসসি ২০২১ প্রশ্ন

আসসালামু আলাইকুম,

Marketing

২০২১ সালের এসএসসি প্রিয় শিক্ষার্থীবৃন্দ,

সবাই কেমন আছেন?

আশা করি ভাল আছেন সুস্থ আছেন।

বর্তমানে পুরো পৃথিবী জুড়েই চলছে মহামারী করোনাভাইরাস ।
প্রতিদিন বেড়েই চলছে এই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা।

করোনাভাইরাস এর সংক্রামন ঠেকাতে আমাদের দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

এই করোনাভাইরাস এর কারণে এই মহামারীর মধ্যে শিক্ষার্থীদের পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য এবং মূল্যায়ন করার জন্য ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (মাউশি) অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে।

আশা করি আপনারা এই পোষ্টের মাধ্যমে উপকৃত হবেন।

যদি পোস্টটি ভাল লেগে থাকে অন্যদের মাঝে শেয়ার করবেন।

তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক-

 

অ্যাসাইনমেন্ট-
স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে
সরলরেখা সংক্রান্ত সমস্যা
সমাধান।
মিনার বয়স রাজুর বয়সের
দ্বিগুণ অপেক্ষা 1 বছর কম।
মিনার বয়স } বছর ও রাজুর
বয়স 1 বছর এবং তাদের
বয়সের সম্পর্ক একটি
সমীকরণ দ্বারা প্রকাশ করা
যায়। * ও y কে চলক
বিবেচনা করে সমীকরণটি
থেকে যে সরলরেখা পাওয়া
যায় উক্ত সরলরেখার উপর
A(m, 5) একটি
একটি বিন্দু।
সরলরেখাটি X
y
অক্ষদ্বয়কে যথাক্রমে P ও Q
বিন্দুতে ছেদ করে।

নির্দেশনা
(সংকেত/ধাপ/পরিধি)
ক) A বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কর ও সরলরেখাটি
অঙ্কন করে A বিন্দুটি চিহ্নিত কর।
সেমীকরণ নির্ণয় করে A (m, 5) বিন্দু দ্বারা সিদ্ধ
করবে ও m এর মান নির্ণয় করবে। সুবিধামত
একক নিয়ে গ্রাফ পেপারে সরলরেখাটি আঁকবে ও
এ বিন্দুটি চিহ্নিত করবে।)
খ) Rh, -2) বিন্দুটি P ও Q বিন্দু থেকে
সমদূরবর্তী হলে, এর মান নির্ণয় কর।
(P ও Q বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করবে। দূরত্ব
নির্ণয়ের সূত্র ব্যবহার করে i এর মান নির্ণয়
করবে।)
গ) P Q ও S(2a, a 2) বিন্দুত্রয় সমরেখ
হলে, ১ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কর। (ক্ষেত্রফলের
বা ঢালের সূত্র ব্যবহার করে S বিন্দুর স্থানাঙ্ক
নির্ণয় করবে।)
ব) (2) বিন্দুগামী ও AP রেখার সমান্তরাল
সরলরেখার সমীকরণ নির্ণয় কর।
AP রেখার ঢাল নির্ণয় করে 6,2)
বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করবে।)

ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

Related Posts