ইন্টার এ যোগ দিলেন এরিকসেন!!

শীতকালীন ট্রান্সফার উইন্ডো তে দল গুছিয়ে নিচ্ছে সকল ইউরোপিয়ান জায়ান্ট ক্লাব।বাদ যাচ্ছে না ইন্টার মিলানও।এখন অব্দি সিরি আ’র দ্বিতীয় স্থানে থাকা দলটি এবার মরিয়া জুভেন্টাসের সিরি আ জয়ের ধারা থামাতে।এ জন্যেই এই উইন্টার এর উইন্ডোতে তারা এশ্লি ইয়ং এবং ভিক্টর মোসেস কে সাইন করানোর পাশাপাশি এবার সাইন করালো টটেনহাম হটস্পার্সের ডেনিশ মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন কে।

 

২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইন্টার মিলান দলে ভেড়ালো ২৭ বছর বয়সী এই এটাকিং মিডফিল্ডারকে।এরিকসেন ইন্টার মিলান এর সাথে সাড়ে চার বছরের চুক্তি সাক্ষর করেছেন।তবে তার সাপ্তাহিক বেতন কতো হবে এ ব্যাপারে এখন অব্দি কিছু জানা যায় নিই।

 

নতুন ক্লাবে যোগ দিয়ে এরিকসেন অনেক বেশি উচ্ছ্বসিত।ইন্টার মিলান টিভি কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন যে,”আমি অপেক্ষা করতে পারছিলাম না এখানে যোগ দেয়ার জন্য।এখানে এসে আমার অসাধারণ লাগছে এবং ইন্টার মিলান এর নতুন ফুটবলার হতে পারায় আমি খুশি।ভক্তদের কাছে নিজেকে পরিচয় করিয়ে দেয়ার জন্য আমি অপেক্ষা করতে পারছি না।আমি তাদের উষ্ম অভ্যর্থনা পেয়েছি,তারা আমাকে অসাধারণভাবে স্বাগতম জানিয়েছে”

 

২০১৩ সালে নেদারল্যান্ড এর ক্লাব আয়াক্স থেকে ১১ মিলিয়ন ইউরো দিয়ে এরিকসেন কে কিনে নেয় টটেনহাম।এরপর থেকে এই ইংলিশ ক্লাবের হয়ে ৩০৫ টি ম্যাচ খেলেন এরিকসেন।গোল করেন ৬৯ টি।যদিও টটেনহাম এর হয়ে কিছু জেতেন নিই তবে বরাবরই দলের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন তিনি।জিতেছেন টটেনহাম এর বর্ষসেরা ফুটবলারের খেতাবও।টটেনহাম কে প্রত্যেকবার লীগ এর টপ ফোর এ ফিনিশ করানোর পেছনেও তার অবদান ছিলো অনেক।

 

এন্তোনিও কন্তে ইন্টার মিলান এর কোচ হওয়ার পর থেকেই তারা ট্রান্সফার মার্কেট এ ব্যস্ত সময় কাটাচ্ছে।সামার এ রোমেলু লুকাকু,স্টিফিয়ানো সেনসি,নিকোলো বারেল্লা কে সাইন করানোর পর এই উইন্টার এ সাইন করালো ইয়ং,মোসেস,এরিকসেনদের।দেখা যাক এই নিউ রিক্রুট গুলো ইন্টার কে অধরা লীগ শিরোপা এনে দিতে পারে কি না।

Related Posts

21 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.