কিভাবে ভালো মানের পোস্ট অথবা ইউনিক আর্টিকেল লিখবেন? আর্টিকেল লিখে ইনকাম।

আজ আমি আপনাদেরকে বলবো কিভাবে ভাল মানের আর্টিকেল অথবা পোস্ট লিখতে হয়। আশা করি পুরো পোস্টটি কষ্ট করে শেষ পর্যন্ত পড়বেন।

বর্তমানে ইন্টারনেটের বাজারে একজন আর্টিকেল লেখক এর মূল্য অনেক। একজন আর্টিকেল লেখক  হতে গেলে আর্টিকেল এর বিষয় অনেক কিছু জ্ঞান থাকতে হয় – মনে যা চাইল তাই লিখে পোস্ট করে দিলাম এভাবে কখনোই আর্টিকেল লেখক হওয়া যায় না,  সবকিছুর মতোই আর্টিকেল লেখার ও একটা নিয়ম রয়েছে। একটি ওয়েবসাইটের বা ব্লগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আর্টিকেল। তার জন্য দরকার একজন দক্ষ লেখক।

আর অনলাইনে আর্টিকেল লেখকদের মাঝে সবসময় প্রতিদ্বন্দ্বিতা লেগেই থাকে।কার পোস্ট বেশি ইউনিক এবং ভালো করতে পারে? কে বেশি পাঠক পাচ্ছে? কেউ কাউকে জায়গা করে দেয় না বরং এখানে নিজের জায়গা নিজেকেই করে নিতে হয়।

তাই নিজেকে একজন দক্ষ আর্টিকেল লেখক হিসেবে গড়ে তুলতে হলে নিচের পয়েন্ট গুলোর দিকে ভালোভাবে নজর দিতে হবে।

* ক্যাটাগরি অথবা বিভাগ নির্বাচন:

একজন দক্ষ আর্টিকেল লেখক প্রথমে তার ক্যাটাগরি নির্বাচন করে। আর্টিকেল বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন: নিউজ, ইন্টারনেট, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, বিজ্ঞান ও প্রযুক্তি, টিউটোরিয়াল, বায়োগ্রাফী, রিভিউ, অভিজ্ঞতা শেয়ার ইত্যাদি।

* বিষয়ের উপর সুস্পষ্ট ধারনা:

আপনি যেই বিষয়ে লিখবেন তার উপর সুস্পষ্ট ধারনা থাকা আবশ্যক, যদি স্পষ্ট ধারনা না থাকে তবে জেনে নিবেন, কেননা আপনার লেখার সাহায্যেই আরেক জন বুঝবে। তাদের বিভিন্ন প্রশ্ন থাকতে পারে সেগুলোর সমাধান আপনাকেই দিতে হবে, তাই বিষয়ের উপর বিস্তারিত ধারনা নিয়েই লিখতে বসবেন।

* ব্যাকরণ, বানান, বিরাম চিহ্নের সঠিক ব্যাবহার:

ইংরেজী আর্টিকেল লিখতে গ্রামার তো অবশ্যই প্রয়োজন আর বাংলায় লিখার জন্যও বাক্যের আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, চলিত ও সাধু রীতির মিশ্রন এসব বিষয় ঠিক রাখতে হবে। আমরা ইচ্ছেমত বাংলা লিখে থাকি কিন্তু বানান অনেকেই ঠিক মতো জানি না, যেমন: বাধা আর বাঁধা, পরা আর পড়া, জা আর যা এসব কিন্তু এক নয় আবার অনেক দেখা যায় – বড় উপন্যাস লিখেই চলেছি কিন্তু কোথাও দাড়ি কমা নেই, এমন লিখা বুঝতে অবশ্যই সকলের সমস্যায় পড়তে হয়, তাই এসব বিষয় জেনেই লেখা শুরু করা উচিত। সহজ ভাষায় শুদ্ধ বাক্য এবং সহজ শব্দের হতে হবে, তাহলেই সহজেই বুঝতে পারবে আপনার আর্টিকেল।

* প্যারা করে লিখা:

আর্টিকেল লিখার সময় একটানা 10-12 লাইন না লিখে প্যারা প্যারা করে লিখবেন, এতে বিষয় বস্তু বুঝতে সুবিধা হয় পাঠকেরা পড়তে স্বস্তি বোধ করে। তাই বলে অতিরিক্ত লাইন স্পেস দিবেন না।

* ছবির ব্যবহার:

আর্টিকেল যে বিষয়ে লিখবেন সেই সম্পর্কিত এক বা ততোধিক ছবি আপলোড করে দিবেন, মনে রাখবেন ছবি যেন অন্য কোন  ব্লগ থেকে কপি করা যাবে না। যদি বাধ্যতামূলক কপি করা লাগে তাহলে আপলোড করার আগে অবশ্যই ছবিটি কে নিজের মতো করে এডিট করে নিবেন ।

* ভুল তথ্য এবং অপ্রয়োজনীয় লিখা বর্জন:

পুর্বেই পয়েন্টে বলেছি যেই বিষয়ের উপরে লিখবেন তা সম্পর্কে জেনে নিবেন, তাহলে ভুল হবার সম্ভাবনা থাকে না, যদি কোনো ইনফরমেশন ভুল দিয়েও ফেলেন তাহলে কমেন্টে স্বীকার করে নিন, এতে আপনার লেখার প্রতি পাঠকের বিশ্বাস বাড়বে। আর প্রয়োজন ছাড়া কোন প্রকার তথ্য লিখবেন না যেটি আপনার ক্যাটাগরির সঙ্গে কোনো সম্পর্কই নেই।

* শর্টফর্ম ত্যাগ করা:

অলসতা আর টেক্সট এর যুগে সকলেই শর্ট ফর্ম ব্যাবহার করে অভ্যস্ত তাই বলে আর্টিকেলে শর্টভাবে লিখতে যাবেন না, হয়তো এমন অনেক পাঠকেই আছে যারা আপনার শর্ট ফর্ম বুঝবে না। তাই আর্টিকেলগুলো একটু সময় নিয়ে সুন্দর ভাবে গুছিয়ে লিখবেন।

হ্যাপি আর্টিকেল রাইটিং। গ্রাথর ডট কম এ পোস্ট লিখে ইনকাম করতে চান?

ধন্যবাদ সবাইকে।

Related Posts

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.