ইউটিউব থেকে টাকা ইনকাম। ( ভিউ বাড়াবেন কী করে)

ইউটিউব নিয়ে এর আগে একটি পোস্ট করেছি ।

সেখানে প্রাথমিক সব কিছু লেখা ছিলো। আজ যে পোস্ট লিখেছি, এখানে ট্যাগ, এস ই ও, ভিউ এবং ভিডিও ফেমাস করার ব্যাপারে বলা হবে। কিন্তু উপরের সব গুলো শব্দ একে অন্যের সাথে মিল রয়েছে। তাই আসা করছি পুরো পোস্টটা পড়লে কনসেপ্টটা বুঝতে পারবেন।

প্রথমে ট্যাগ এর কথা শেষ করি : ট্যাগ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটি একটি ভিডিও ভাইটাল করতে পারে খুব সহজেই। তাই এর কথা আগে বলছি। ট্যাগ হলো কিছু শব্দ যা আপনার ভিডিওতে রয়েছে বা আপনার ভিডিও যে রিলেটেড তার কিছু শব্দ। যার মাধ্যমে যদি কেউ ইউটিউবে সার্চ করে, সহজেই টাকা ইনকাম। তাহলে আপনি যদি এই ট্যাগ টা ব্যাবহার করেন তবে আপনার ভিডিও টা আগে আসবে। এই গেলো ট্যাগের বিষয়।

তারপর আসবে এস ই ও । এটা এখানের সব থেকে গুরুত্বপূর্ণ। এটি হলো এক মাএ উপাদান, যা এক একটি ভিডিওকে সামনে থেকে ভাইরাল করে। এস ই ও কিছু জিনিস নিয়ে তৈরি। যেমন, থামনেল, ডিসক্রিপশন বক্স, ট্যাগ, লোকেশন, ভিডিওর মান নিয়ে তৈরি হয়।

থামনেল : এটি ভিডিওড এড। যেমন আপনার একটি ভিডিও দেখার আগে অবশ্যই আমি বাহিরে কী লিখা আছে তা দেখবো। তাই থামনেলটাকে খুব বেশি সুন্দর ভাবে সাজাতে হবে। আকর্ষনীয় ভাবে লিখতে হয়। যার ফলে মানুষ আপনার ভিডিও টা দেখার ইচ্ছে প্রকাশ করে। যার ফলে ভিউ বারবে। সাথে বাড়বে সাবসক্রাইবার।

এবার বলবো ডিসক্রিপশন  বক্স নিয়ে :  ডিসক্রিপশন বক্স্ যত সুন্দর করে লিখা হবে, ততই যিনি ভিডিও টা দেখবে তার সাবক্রাইব করার ইচ্ছেও বাড়বে। সুতরাং এরও

অনেক প্রয়োজনীয়তা রয়েছে।

লোকেশন হলো মূলত আপনার নিজের দেশের মানুষ যাতে বেশি দেখতে পারে তার জন্য সহায়তা করবে । যেমন আমি বাংলাদেশি তাই আমার ভিডিওর বাংলা ভাষা আমেরিকার মানুষ বুঝবে না। যার ফলে ওয়াচ টাইমও বাড়বে না। তাই এটিও গুরুত্বপূর্ণ।

আর একটি উপায় পড়ে থাকে ভিডিও ভাইরালের জন্য। তা হলো সোসাল মিডিয়া। তার মধ্যে ফেসবুক অন্যতম। কারন বিভিন্ন গ্রুপে পোস্ট দেওয়া যায়। আবার বন্ধুদের মধ্যেমে ছড়ানো যায়।

তা ছাড়াও ইমো, লাইক, ভোডি, ভিডিও ভাইরালের জন্য ব্যাপক উপযোগী। তাই এগুলোকে ব্যাবহার করা বুদ্ধিমানের কাজ হতে পারে । কারন এগুলোর মাধ্যমে ব্যাপক ভিউ হবে  ।

আজ এইটুকুই। আমার পোস্টে আসাকরি আপনাদের কাজে লাগবে। আমার আগের পোস্টে ওয়াচ টাইম আার সাবক্রাইবার এর ব্যাপক ব্যাখ্যা দেওয়া হয়েছে। আসা করি আজকের কনসেপ্ট টা আপনাদের বুঝাতে পেরেছি৷

তাই সবার শুভো কামনা করে আজকে এই পূর্যন্তই। সবাই ভালো থাকবেন করোনা ভাইরাস এর নিয়ম মেনে চলবেন

আসসালামু আলাইকুম 😍

Related Posts

8 Comments

  1. আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু
    আপনার একটা সাসক্রাইব আর একটা লাইক আমার জন্য অনুপ্রেরণা
    Please support me🙂

    Youtube Channel: https://www.youtube.com/channel/UCcrbrQxUzsavUjfXMgrsM6Q

    Facebook page:
    https://www.facebook.com/107324621876693/posts/113049517970870/?app=fbl

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.