হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ?আশা করি সবাই ভাল আছেন। আজকে আপনাদের সামনে একটি নতুন পপুলার ফোনের রিভিউ নিয়ে হাজির হলাম। ফোনটি হলো ভিভো ব্র্যান্ড এর ফোন। মডেল হলো y12। এটি আপনার খুবই আকর্ষণীয় একটি বক্সে পাবেন। প্যাকেটটি যখন খুলবে তখন আপনাদের সামনে প্রথমে থাকবে মোবাইল ফোনটি।এই ফোনটির ব্যাপারে অনেক সুন্দর একটি দেখলে আপনারা সবাই আশ্চর্য হয়ে যাবেন ফোনের ডিসপ্লে 6.35 ইঞ্চি। পিছনে রয়েছে ডুয়েল ক্যামেরা, এবং এর সাথেই পেছনের ব্যাপারটা অনেক কালারফুল , এটির র্যাম হলো 3gb এবং রম 32gb। আপ টু এক্সপেন্ডবল 256gb, এর সাথে সাথেই আপনারা ফোনটির পিছনে পেয়ে যাচ্ছেন একটি ফিঙ্গারপ্রিন্ট। এছাড়া আপনারা ফোনটিতে এন্ড্রয়েড ভার্সন পাবেন 9.1 ফ্রন্ট টাচ। এটি অলমোস্ট 4g ফোন ছাড়া এটি বাংলাদেশের লঞ্চ করে অক্টোবর 2019 এর 10 তারিখে এই ফোনটির সাথে আর ও থাকছে সিম ওপেনার। ফোনটিতে দুটি সিম ইউজ করতে পারবে এই ফোনটির সাথে থাকছে পানি কালার একটি ব্যাক পার্ট এবং ব্যাক পার্ট টি পড়ালে ফোনটি আরো আকর্ষণীয় দেখাবে। ফোনটি আনবক্সিং করতে লাগলে ভেতরের দিকে আপনারা পেয়ে যাবেন একটি বড় সাইজের চার্জার। এই চার্জার দিয়ে আপনি খুব তাড়াতাড়ি আপনার ফোনটা কে চার্জ করতে পারবেন।অনেকে ফোনের ব্যাটারি সম্পর্কে জানার জন্য আগ্রহী হয়ে গেছেন তাদের জন্য বলব একটু দাড়ান আমি একটু পরে ক্লিয়ার করছি। আসলে ফোনটি এমনভাবে তৈরি করা হয়েছে যা যেকোনো মানুষকে আকর্ষণ করতে সক্ষম। আপনারা কিনতে চাইলে কিনতে পারেন এই ফোনটির মধ্যে আমি তেমন কোনো সমস্যা দেখতে পাইনি। তাছাড়া এই ফোনটি প্রাইস ও রিজনাবল। ফোনটির প্রাইস হলো মাত্র 12 হাজার 990 টাকা। হ্যাঁ আপনি ঠিকই দেখেছেন আশ্চর্য হওয়ার দরকার নেই ফোনটার দাম এটাই। এত কিছুর মধ্যে অনেকের মনে হবে যে ব্যাটারি টা কত এই ফোনের এই ফোনের ব্যাটারি হল 5000 এম্পিয়ার।যদি আপনারা ফোনটি পুরোপুরি চার্জ করে ইউজ করতে শুরু করেন একটি পুরো দিন ইউজ করলেও চার্জ শেষ হওয়ার কথা না।এছাড়া ফোনের সাউন্ড কোয়ালিটি ক্যামেরা কোয়ালিটি সবকিছুই ভালো।তো আপনারা বুঝতেই পারছেন খুব কম প্রাইজে খুব দারুণ একটি ফোন আপনারা পেতে পারেন। এতদিনে ফোনটির প্রাইসটা ও কিছুটা কমে গেছে বলে আমার ধারণা আমি যখন ফোন কিনেছিলাম তখন প্রাইস 12990 টাকাই ছিল । তো বন্ধুরা আশা করি আমার এই রিভিউ আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সকলকে।
Related Posts
As of 2026, creators are producing more dynamic content than ever. Static images alone no longer capture attention — audiences…
আটলান্টিস ডেকোরা বর্তমানে বই থেকে শুরু করে প্রসাধনী, ফ্যাশন, ইলেকট্রনিক্স,গৃহস্থালী এবং বাচ্চাদের খেলাধুলার সামগ্রী পর্যন্ত বিস্তৃত পণ্য সরবরাহ করে। তারা…
আজকের পোস্টে আমরা চাঁদের অমাবস্যা উপন্যাসের বিষয়বস্তু, চরিত্র, রিভিউ নিয়ে কথা বলতে যাচ্ছি। চাঁদের অমাবস্যা উপন্যাসের লেখকের নাম কি, চাঁদের…
আমাদের পৃথিবীতে অনেক অনেক রকম ফোন এর ব্রান্ড রয়েছে। যেমন:- Samsung, Redmi, Google, OnePlus, Vivo, Oppo, Symphony ইত্যাদি। এতগুলো ব্রান্ডের…
আসসালামু আলাইকুম। প্রিয় পাঠকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। সৃষ্টিকর্তার ইচ্ছায় আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে এলাম হিমালয়…
8 Comments
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.

nice
good
Gd
Good
থ্যাংকস অল
Ok
Ok
ok