আজকে আমি আপনাদেরকে আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটি প্রেমের কাহিনী শেয়ার করছি।আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে কাহিনী টা পড়বেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।আমি সরাসরি কথা না বাড়িয়ে আমার ঘটনায় চলে যাচ্ছি।১ মার্চ ২০১৭ আমরা বন্ধুরা মিলে ক্রিকেট খেলছি হঠাৎ করে একটি মেয়ের সাথে চোখে চোখ পড়ে।চোখ পড়ার পর আমি আর চোখ সরাতে পারিনি ঐ মেয়েটাও আমাকে দেখে চোখ সরাতে পারেনি।সেই দিন থেকে শুরু হয় আমার প্রথম প্রেমের অনুভূতি।পরদিন একি রকম ফিলিংস মেয়েটা আমার দিয়ে তাকায় আমিও তাকাই।এইভাবে চলে গেল ১-২ মাস তারপর একদিন ঠিক করলাম যে আজকে প্রোপোজ করব কিন্তু সাহস হচ্ছিল না।তার পর পর দিন আবার রেডি হলাম প্রোপোজ করার জন্য।কিন্তু হ্যা সেদিন আমি আমার মনের কথাটা তাকে বলতে পেরেছিলাম।কিন্তু আমি প্রোপোজ করার পর আমার মনে হলো যে আমার কথায় রাজি ছিলনা।সে দৌড়ে বাসায় চলে গেল সে দিন এই ভাবেই চলে গেল।পরদিন সকাল যখন ওর সাথে আমার দেখা হয় তখন ও আমার দিকে তাকানো তো দূরের কথা আমাকে দেখলে মনে হয় ও আমাকে খেয়ে ফেলবে।তারপর থেকেই আমাদের দিন গুলো এইভাবেই চলতে থাকে।তার পর থেকে আমি ওর আসা বন্ধ করে দিই এবং আমি আরাল থেকে দেখি যে ও আমাকে নিয়ে কতটা ভাবে।তো একদিন আমি খেয়াল করলাম যে ও আমার বাড়ির দিকে তাকিয়ে তাকিয়ে কাউকে যেন খুঁজছে।আমি তখনই বুঝে গেছি যে ও আমাকে খুজছে।তার পর দিন আমি ও সাথে দেখা করার জন্য ওর সামনে যাই।ও আসে তখন আমাকে দেখার পর ও অতটাও রাগি ছিল না।এই ভাবেই চলতে থাকে আরো অনেক দিন।তার পর আমি ওকে অনেক বার বোঝাতে চেষ্টা করেছি কিন্তু ওর বাবা,মার জন্যে আমি ওকে বোঝাতে পারিনি।আমার প্রেমের ১ থেকে দের বছর চলতেছে কিন্তু আমি এখনও হাল ছাড়িনি।আমি এখন ওর পেছনে পেছনে ঘুরি আমি জানিনা যে ও আমাকে কোনা দিন ভালো ভাসবে কিনা।কিন্তু আমার বিশ্বাস যে আমার এই ভালোবাসা যদি সত্যি হয় তাহলে এক দিন ও আমাকে অনেক বেশি ভালোবাসবে।আর আমার জন্য সবাই দোয়া করবেন যেন ও আমাকে ভালোবাসে।আর আপনাদেরকে এই প্রেমের ব্যাপারে কিছু বলি তা হলো যে আপনারা ছেলে অথবা মেয়ে যেই হোন আপনারা যদি কাউকে কখনো ভালোবাসেন তাহলে মন দিয়ে ভালোবাসবেন।কাউকে কষ্ট দেয়ার জন্য কখনো কাউকে ভালোবাসবেন না।এতে আপনাদেরই অনেক ক্ষতি হতে পারে।প্রেম এমনই একটি দুনিয়া যে দুনিয়ায় যে কেউ চাইলেই হারিয়ে যেতে পারে।আর এই হারিয়ে যাওয়ার মধ্যেই রয়েছে অনেক আনন্দ।আর তাই আমি বলব যে এই আনন্দের জায়গায় কেউ কষ্ট ডেকে আনবেন না এতে আপনাদেরই ক্ষতি।
Related Posts
Okay, here’s that blog post you requested about Zion National Park Lodge in Springdale, UT 84767. I’ve aimed for a…
Ready to plan your trip to Zion National Park? One of the most important things to consider is the weather!…
Hey there, Swifties and friendship fanatics! Are you looking for some awesome words about friendship? Well, you’ve come to the…
Hey Swifties! Ever find yourself wondering just how many golden gramophones Taylor Swift has stacked up? You’re not alone! It’s…
Hey there! Ever find yourself scrolling through social media, wondering about the love lives of your favorite celebs? You’re not…
13 Comments
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.

Nice
Good
Nice
Nice
Good
নাইস
Nice
nice post.
Nice
https://blog.jit.com.bd/a-good-quality-gpu-for-smartphones-4544
Thanks
nice post
ok