আমাদের দেশ নিয়ে কিছু কথা।

আশা করি সবাই ভালো আছেন।পৃথিবীতে হয়তো তার মতো কোনো অসহায় মানুষ নেই যে পরাধীন দেশে বাস করে।আর তার মতো কোনো সুখী মানুষ পাওয়া যাবে যে গর্ব করে বলতে পারে আমি একটি স্বাধীন দেশের নাগরিক।আজকে আমাদের দেশ বাংলাদেশ নিয়ে আমার এই লেখাটিঃ

বাংলাদেশ ১৯৭১ সালে পাকিস্তানের সাথে যুদ্ধে জয় লাভ করে।এর পর থেকে বিশ্বের বুকে এটা একটি স্বাধীন দেশ নামে নাম লিখিয়েছে।দীর্ঘ নয় মাসের যুদ্ধে বাংলাদেশ প্রায় দুই লক্ষ মানুষ প্রানের বিনিময়ে শেষ প্রযন্ত স্বাধীনতা লাভ করে।কিন্তু স্বাধীনতা লাভ করার পরই সবকিছু শেষ হয়ে যায় নি এদেশের মানুষরা যাতে পেট ভরে খেতে পারে কোনো সমস্যা আতে তাদের না হয় সেই জন্য জাতির পিতার ছিলো অনেক চেষ্টা।

এই দেশে তখন বেকারত্ব হার ছিল বেশি, দরিদ্র মানুষ ছিল অনেক,বিদ্যুৎও সব জায়গায় ছিল না সেইখান থেকে বর্তমানে ২০২০ সালে বাংলাদেশের প্রায় সব দুঃখ ঘুচেছে।এখন আর হারিকেন জালিয়ে কাওকে পরতে হয় না।প্রায় ১০০% বিদ্যুৎ নিশ্চিত হয়েছে।এবং বিশ্বের কাছে ও এটা একটা উন্নয়নশীল জাতি হিসেবে স্থান করে নিয়েছে।এবং ইন্টারনেট ব্যবহার করে মানুষ নিজের জীবনটাকে আরো উপভোগ করতে পারছে।

এখন বিশ্বের অনেক দেশ থেকেই এইদেশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসে।এই দেশের সৌন্দর্য দেখে কবিরা সবসময় মুগ্ধ হয়েছেন।তাই তারা বলেন;এই দেশটি কোথাও খুজে পাবে না তুমি।হাজার দেশের রানি সে যে আমার জন্মভূমি।এইদেশের অপরূপ সৌন্দর্য্যের কারনে যে কেওই সহজে আকৃষ্ট হয়ে যায়।তাই আমাদের গর্ব করা উচিত স্রষ্টিকর্তা এত সুন্দর একটা দেশে আমাদের জন্মগ্রহণ করাতে সুযোগ দিয়েছেন।অন্যান্য দেশে অনেক সমস্যা রয়েছে বসবাসের জন্য এত উপযোগি না কিন্তু আমাদের এই দেশটি দিন দিন যেই হারে উপকৃত হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না।২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি ডিজিটাল বাংলাদেশে পরিনত হবে।সেখানে আমাদের অনেকটাই নিরক্ষরতা কমে যাবে।

এত সুন্দর দেশের কথা বললে হয়তো শেষ হবে না।ভবিষ্যতে আমাদের দায়িত্ব যথাযথ শিক্ষিত হয়ে এই দেশটাকে বিশ্বের বুকে তুলে ধরা।ভালো থাকবেন সবাই,সুস্থ থাকবেন সবাই।

 

 

Related Posts

9 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.