আবির তার সহপাঠি রমেশকে বলল, দুনিয়াতে। ভালাে কাজ করলে পরকালে জান্নাতে যাওয়া যাবে। সৃজনশীল প্রশ্নোর উত্তর। (ক). বেহেশত শব্দের অর্থ কি? (খ). বেহেশতের বিবরণ দাও। এখনই জেনে নিন

সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামুয়ালাইকুম!
কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তায়ালার রহমতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন।

অষ্টম শ্রেনির কুরআন মাজিদ ও তাজভিদ সৃজনশীল প্রশ্ন ও উত্তর। পেতে এখানে ক্লিক করুন।

:::::::::বিষয়: সৃজনশীল প্রশ্নোর উত্তর:::::
» প্রশ্ন । ২৪,
আবির তার সহপাঠি রমেশকে বলল, জান দুনিয়াতে। ভালাে কাজ করলে পরকালে জান্নাতে যাওয়া যাবে। আর খারাপ কাজ করলে চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে। তখন রমেশ বলল , আজে বাজে কথা বলে মানুষকে ধোকা দেয়া তােমার উচিৎ না। বেহেশত আবার কি? মরে যাওয়ার পরে তাে মাটির শরীর মাটির সাথে মিশে যাবে।
(ক). বেহেশত শব্দের অর্থ কি?
(খ). বেহেশতের বিবরণ দাও।
(গ). রমেশের চিন্তাধারা শরিয়তের দৃষ্টিতে পর্যালােচনা কর।
(ঘ). আবিরের বক্তব্যের সঠিকতা নিরূপণ কর।

*******২৪ নং প্রশ্নের উত্তর*********
(ক). বেহেশত শব্দের অর্থ জান্নাত , উদ্যান , স্বর্গ।

(খ). বেহেশত শব্দটি ফারসি। এর আরবি প্রতিশব্দ হলাে- জান্নাত। বেহেশত হলাে- পরকালে চিরস্থায়ী শান্তির আবাসকে বেহেশত বলা হয়। যেখানে মুমিন, মুসলমান, ও মুত্তাকীরা তাদের কৃতকর্মের ফলস্বরূপ চিরস্থায়ী শাস্তি ভােগ করবে। বেহেশত মােট আটটি। যথা ১. জান্নাতুল ফিরদাউস
২. জান্নাতুল খুলদ جنة خلد
৩. জান্নাতুল আদন جنة العدان
৪. জান্নাতুন নয়ীম جناتون نعيم
৫. জান্নাতুল মাওয়া جناتول ماوا
৬ , দারুল কারার دار الكرار
৭. দারুল মাকাম دار المقام
৮ , দারুস সালাম دار السلام

(গ) রমেশের চিন্তাধারা শরিয়তের দৃষ্টিতে সঠিক নয়। ভালাে মন্দ বিচার করে আল্লাহ তাআলা ভালাের প্রতিদান জান্নাত এবং মন্দের প্রতিদান জাহান্নাম দিবে এ বিষয়ে সকলের বিশ্বাস স্থাপন করা ফরয। উদ্দীপকে উল্লিখিত রমেশের চিন্তাধারা সম্পূর্ণ ভুল। কেননা এ প্রসঙ্গে পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে।
هذه جهنم گنتم توعدون . اصلوها اليوم بما گنتم تكفرون .
: জান্নাত ও জাহান্নাম এক চিরন্তন সত্য। এর প্রতি বিশ্বাস রাখাও ঈমানের অংশ। নতুবা সে কাফের হয়ে যাবে। জান্নাত ও জাহান্নাম সেই আদিকাল থেকেই আছে এবং থাকবে। ভালাে কাজের প্রতিফল জান্নাত এবং খারাপ কাজের প্রতিফল জাহান্নাম। কিন্তু রমেশ জান্নাত – জাহান্নামে বিশ্বাস করে না। তার বিশ্বাস, মাটির শরীর মাটির সাথে মিশে যাবে। শরিয়তের দৃষ্টিতে তার ধারণা ভুল এর পরিচায়ক।

(ঘ). আবিরের চিন্তাধারা সঠিক ও যথার্থ। জান্নাত ও জাহান্নাম এক চিরন্তন সত্য।
• দুনিয়ার বুকে ভালাে কাজ করলে আল্লাহ তায়ালা তার বিনিময়ে পরকালে দিবেন জান্নাত এবং খারাপ কাজের বিনিময়ে দিবেন জাহান্নাম।
আল্লাহর এক অসাধারণ সৃষ্টি জান্নাত ও জাহান্নাম। বলা হয়ে থাকে যে, দুনিয়ার জীবন হচ্ছে একটি পরীক্ষা। এ পরীক্ষায় যে সফল হবে , সে পাবে চিরসুখের স্থান জান্নাত। যেমন ইরশাদ হচ্ছে- لهم فيها جنت تجري من تحتها الأنهار خالدين فيها أبدا
আর যে ব্যর্থ হবে এবং পাপাচারে লিপ্ত হবে। তার জন্য আল্লাহ তায়ালা জাহান্নামের শাস্তি অবধারিত করে রেখেছেন।
যেমন ইরশাদ হচ্ছে- هذه جهنم التي كنتم توعدون পরিশেষে বলা যায় , আবিরের বক্তব্য সঠিক। জান্নাতে যাওয়া যাবে ভালাে কাজের দ্বারা , আর খারাপ কাজের প্রতিফল হচ্ছে জাহান্নম।

***তো দর্শক আজ এই পযন্ত, দেখা হবে আবারো।
*হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন মাক্স পড়ুন এবং নিরাপদ থাকুন সামাজিক ডিসটেন্স বজায় রাখুন।

Related Posts

6 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.