আবার মজার ধাঁধা| মজার কিছু প্রশ্ন

১•
সে কোন মানুষ যাকে আমরা চিনি না, যার সাথে আমাদের কোন সম্পর্ক নাই, যার সম্পর্কে কোনদিন শুনি নি কিন্তু দেখা মাত্রই তাকে বিশ্বাস করি কোন দ্বিধা না করে?

২•
সে তোমার খুব প্রিয়। খুব আপন। তুমি তার অপেক্ষা করো। সে আসে। কিন্তু তুমি হাসো না। তাকে পেয়ে খুশি হও না। সে থাকে। কিন্তু তোমার কোন অনুভূতি নেই। তারপর সে ভেঙে চলে যায়। তুমি তাকে ছাড়তে চাও না। তবু ছাড়তে হয়। সে চলে যায়। কিন্তু আশ্চর্য তার যাওয়া তোমাকে কষ্ট দেয় না। তোমাকে কাঁদায় না। সে কে?

৩•
তাকে দেখা যায় না। আবার দেখা যায়। সে হাসায় সে কাঁদায়। সে সবচেয়ে লম্বা, আবার সবচেয়ে ছোট। সবচেয়ে দ্রুত আবার সবচেয়ে ধীর। মুহুর্তে সে আছে। কবরে সে নেই। মাসে তাকে দেখা যায়। লাশে সে নাই। সে সত্য। নয় অবাস্তব কিছু। সে কে?

৪•
কোন দুইটি অর্থপূর্ণ ইংরেজী শব্দ এক সাথে করলে তাতে সবচেয়ে বেশি লেটার থাকে কিন্তু বাংলা অর্থ মাত্র চার অক্ষরের একটি শব্দে হয়।?

৫•
কি এমন জিনিস যার আকৃতি চারকোনা তবু সবাই বলে গোল?

৬•
কি ভরা থাকলে সমৃদ্ধি, ছোরা মানে সর্বনাশ আর বিনাশ?

৭•
তাজিং ডং আবিষ্কারের পূর্বে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি ছিল?

৮•
মানুষের গড় জন্মদিন কয়টি?

৯•
এমন একটি বাংলা শব্দ বল যাতে তিন “স” ই বিদ্যমান। (স ষ শ)

১০•
কোথায় ক্রীসমাসের আগে নিউ ইয়ার আসে?

১১•
বাসটি ছুটছে তো ছুটছেই। থামার কোন লক্ষন নাই। ভয়ে সিঁটিয়ে রয়েছে সব যাত্রী। বাসটি ব্রেক ফেল করেছে। অবশেষে প্রচন্ড শব্দে একটি খাদে গিয়ে পড়লো। একে একে সবাইকে উদ্ধার করা হলেও একজন কেউ বাঁচার কোন সম্ভাবনা নাই। অবস্থা ভয়াবহ। কিন্তু একটু পরে দেখা গেলো সব যাত্রী বেঁচে আছে এবং হাঁটাচলাও করছে। কীভাবে? (উল্লেখ্য এটা কোন অভিনয় বা নাটক নয়)

১২•
আমি এক সেট কাঁচের গ্লাস হাতে নিয়ে কিচেনের দরজাটা যেই পেরোতে যাবো পুরো সেটটা আমার হাত থেকে পড়ে গেলো এবং টাইলসের মেঝেতে ছড়িয়ে পড়লো কিন্তু ভাঙলো না। কেন?

১৩•
মানুষের জীবনে প্রথম ভুলটি কী?

১৪•
দুই অক্ষরের মজার ব্যাপার। উল্টো করে বললেও মজার।

১৫•
কী আমরা যতটা নেই, ততটাই ফেলে আসি?

উত্তর

১• ট্যাক্সি ড্রাইভার

২• ঘুম

৩• সময়

৪• Post Office. ডাকঘর

৫• গোলপোস্ট

৬• গোলা

৭• তাজিংডং

৮• একটি। বাকিসব জন্মবার্ষিকী।

৯•
সবিশেষ

১০• সবখানেই। কারণ নিউইয়ার ১লা জানুয়ারি আর ক্রিসমাস ২৫শে ডিসেম্বর।

১১• বলা হয়েছে একজন কেউ বাঁচার সম্ভাবনা নাই। সেই একজন কেউ ড্রাইভার। যাত্রীরা তাই সালামত আছে।

১২• মেঝে ভাঙার কথা বলা হচ্ছে, গ্লাস না।

১৩• উল্টো জুতো পড়া।

১৪• মজা। জাম।

১৫• পদক্ষেপ

Related Posts

5 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.