Cheap price backlink from grathor: info@grathor.com

আবার ও পছন্দের জিনিসটা দান করে দিলেন

#দ্যা_সাকিব_আল_হাসান_ফাউন্ডেশন, #সাকিব_আল_হাসান, #সাকিব_এগ্রো_ফার্ম_লিঃ #SAH75
বেশ কিছুদিন ধরেই একটা বিষয় নিয়ে সোস্যাল মিডিয়াতে খুব কথা হচ্ছে সাকিবের ডোনেশন ফান্ড, ফার্মের কর্মচারীদের বেতন, ব্যাট নিলামে তোলা। যেখানে বড় বড় কোম্পানির বেতন দিতে হিমশিম খাচ্ছে, সেখানে নিজের অজান্তে একটা ভুল কি গ্রহোনযোগ্যতা পায়না আপনাদের কাছে? যে মানুষটা বড় একটা জনগোষ্ঠীর কথা চিন্তা করে নিজ উদ্যগে একটা ফাউন্ডেশনই গড়ে তুলে রাতারাতি, সেখানে মাত্র কয়েকশো কর্মচারীর বেতন সে ইচ্ছা করে আটকে রেখেছে বলে আপনি মনে প্রাণে বিশ্বাস করেন? যেমনে গালি দিতেছেন, মনে হচ্ছে আপনার কলিজা আর কিডনি বিক্রি করে সে স্ব_পরিবারে বিদেশে পালিয়ে গেছে। ব্যাপারটা সে জানেছেও মিডিয়ার মাধ্যমে আপনার, আমার মতো। সমাধানের আগেই ধুয়ে শুকা দিয়ে দিলেন। একবার ভাবুনতো, যিনি ২০ লক্ষ টাকা দিয়ে ব্যাটটি কিনেছেন হয়তো তার এত টাকা ডোনেট করার ইচ্ছাই ছিলোনা বা সল্প পরিমানের ডোনেশনের ইচ্ছে ছিল । অসহায়কে সাহায্য করার চেয়ে হয়তো তার কাছে সাকিবের ব্যাটের মূল্যায়নই বেশি ছিলো যা সাকিব টেকনিক্যালি ফাউন্ডেশনের কাজে লাগিয়ে দিয়েছেন। আপনার কি মনে হয় নিজের অনুদান, উদ্যোগ ছাড়াই একটা ফাউন্ডেশন খুলে ফেলা যায়?ও নিজে কয় টাকা দিছে সেটা সে গোপন করেছে দানে ক্ষেত্রে, আর অন্যদের ডোনেশন জানানো হয়েছে আর বাকি ডোনারকে উৎসাহিত করবার জন্য। ভাই আপনাদের জন্য করলেও গালি দেন, না করলেও গালি দেন। আপনাদের জন্য কিছু না করে গালি খাওয়াই ভালো, তাতে তার কিছু টাকা বেঁচে যাবে। ভাই সে পারতো নিজের পকেট থেকে ১০ লক্ষ টাকা প্রধান মন্ত্রীর তাহবিলে দিয়ে কেটে পরতে। হয়তো তার পরিবারও তাকে সেটাই বলেছিল, হয়তো সে দমে যাননি। চেয়েছেন একটু বাড়তি কিছু করতে। আপনারা সহজ ভাবে নেননি। অনবরত টিটকিরি, গালি, অযৌক্তিক মন্তব্য দিয়ে ভরে ফেলেছেন তার ভেরিফাইড ফেইসবুক পেইজটি। বাধ্য করেছেন তার ব্যাক্তিগত সমস্যা প্রকাশ্যে প্রকাশ করতে। অর্জন আর বিসর্জন জিনিসটা কি বুঝেন? অর্জন করতে অনেক সাধনা করতে হয়। গত বিশ্বকাপে যা অর্জন করেছে তাতে তার কি পরিমানের সাধনা করতে হয়েছে জানেন? যেই ব্যাট দিয়ে সে ১৫০০ রান করেছেন। প্রথম বাংলাদেশী হিসেব বিশ্বকাপ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে মনোনিত হন। তার খেলোয়াড়ি জীবনে এটা তার সেরা অর্জন। এমন একটা অর্জনের সঙ্গী হিসেবে যে কেউ স্মৃতি হিসেবে এই ব্যাটটি নিজের কাছে রেখে দিতে চাইবে। আর সাকিব সেই ব্যাটটি কিছু জনগোষ্ঠীর জন্য গড়া ফাউন্ডেশনের জন্য বিক্রি করে দিলেন। ভুল করেছে সাকিব ওই আবেগ বিক্রি করে ভুল করেছে। ও ভুল করেছে, ভুল জাতির জন্য কিছু করতে এসে। আপনার কাছে এই ব্যাবহৃত ব্যাটটির দাম মূল্যহীন। কিন্তু যিনি অনেক সাধনা করে এই অর্জন ছিনিয়ে এনেছেন তার কাছে এই ব্যাট এর মূল্য অমূল্য। তার এই অর্জন আমাদের মতো ভুল জাতির জন্য বিসর্জন দেয়া ঠিক হয়নি, কারন আমরা এর যোগ্য নই। এর প্রতিদানে সামান্য কৃতজ্ঞতাটুকুও আমরা দেখাতে পারিনি উল্টো তার ব্যাক্তিগত সম্পদের হিসাব চাইতে শুরু করে দিয়েছি। আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা অন্যের সাফল্য মেনে নিতে পারিনা, পারিনা তাদের সাধারণ মানুষ হিসাবে মেনে নিতে। বলেন তো কতোজন সেলিব্রিটি আপনাদের সাবান দিয়ে হাত ধোয়ানো শিখনো ছাড়া আর কোন কাজ এসেছে? প্লিজ, এ মূহুর্তে সামান্য সাহায্য নিয়েও যারা এগিয়ে আসছে তাদের সামান্য কৃতজ্ঞতাটুকু প্রকাশ করুন। একটা ধন্যবাদ দিতে টাকা লাগেনা। কিন্তু আপনার একটা সামান্য ধন্যবাদে ওই সংগঠন বা ব্যাক্তি অনেক অনুপ্রাণিত হয়। কিছু না করতে পারলেও অন্তত চুপ থাকেন। সব শেষে বলব সাকিব, তুমি মানুষের কাছে দায়বদ্ধ নও তুমি মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে দায়বদ্ধ। তুমি আমাদের সন্তুষ্টির জন্য নয়, বরং মহান সৃষ্টিকর্তা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে যাও। আমরা তোমার এই প্রতিদান আমরা দিতে না পারলেও তিনি ঠিকই দিবেন ইনশাআল্লাহ। এগিয়ে যাও Shakib Al Hasan, শুভ কামনা তোমার The Shakib Al Hasan Foundation এর জন্য।

Marketing

Related Posts

18 Comments

  1. ব্রডব্যান্ড রাউটারে পিং এবং স্পিড সমস্যার সমাধান। https://grathor.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a1%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%89%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%82/

Leave a Reply