- আসসালামু আলাইকুম
পৃথিবী সম্পর্কে আমরা কতটুকুই বা জানি! আজকের লেখাটি সাজানো হয়েছে কিছু অজানা বিস্ময়কর তথ্য দিয়ে। তো চলুন জেনে নেয়া যাক।
১
আমাদের দেশ বাংলাদেশ। এদেশে সব মিলিয়ে প্রায় ৭০০ নদী রয়েছে। যা পৃথিবীর আর কোন দেশের ইতিহাসে বিরল।
২
জাতিসংঘ কে বাংলাদেশ ০.০১ শতাংশ হারে চাঁদা দেয়।
৩
বাংলাদেশ জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে অষ্টম স্থান দখল করে নিয়েছে।
৪
ফেসবুক ব্যবহার করেন না।।এমন মানুষ হয়ত আমারা আমাদের আশেপাশে তেমন একটা খুঁজেই পাবনা। বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২বিলিয়ন। হ্যাঁ, ভাবুন তো যদি এটা একটি দেশ হত!! তাহলে ফেসবুক হতো পৃথিবীর সবথেকে জনবহুল দেশ।
৫
কম্পিউটার কত দ্রুত আর কম সময়ে কত কাজ একসাথে করতে পারে,তাইনা? আর মানুষের মস্তিষ্ক যদি কম্পিউটার হতো তাহলে এটি প্রতি সেকেন্ডে ৩৮ হাজার ট্রিলিয়ন কমান্ডের সমাধান দিতে পারতো। তাহলে ভাবুন মানুষের মস্তিষ্কের আসলে কত ক্ষমতা।
৬
আমাদের রক্তের প্রধান উপাদান লোহিত রক্ত কনিকা। এটি আমাদের দেহে অক্সিজেন সরবরাহ করে থাকে। এই কনিকার কারনেই রক্তের রঙ লাল হয়। আমাদের শরিরে লোহিত রক্ত কনিকার পরিমান ২৫০০ কোটি। আর এরা ৪মাস বাঁচে।
৭
প্রতিবছর বইমেলা অনুষ্ঠিত হবার কথা আমরা সবাই জানি। কিন্তু সবথেকে বড় বইমেলার কথা কজন জানি? ফ্রাস্কফুর্ট এ বিশ্বের সব থেকে বড় বইমেলা অনুষ্ঠিত হয়।
৮
আমরা জানি কি বিশ্বের প্রথম ধুমপান মুক্ত দেশ কোনটি! ভুটান, এই দেশের প্রতি সম্মান টা বেড়ে গেল।
৯
চা ছাড়া আমাদের দিন ঠিকঠাক চলেনা। আমাদের মধ্যে এমন অনেকে আছে যারা দিনে ২০ বার চা পেলেও তাদের জন্য মন্দ হয়না। আর এই প্রিয় চা পানে বিশ্বে শীর্ষ দেশ হচ্ছে চীন।
১০
চীন যে শুধু চা পানেই শীর্ষ তা নয়, কৃষি পন্য আমদানিতেও শীর্ষ দেশ চীন।
১১
জনসংখ্যার দিক দিয়েও চীন সবার আগে। চীনে বিশ্বের সবচেয়ে বেশি লোক বসবাস করে।
১২
রবার্ট মুগাবে, জিম্বাবুয়ের প্রেসিডেন্ট তিনি। পৃথিবীর সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপ্রধান।
১৩
পুরো পৃথিবী একবার ঘুরে আসতে একটি সাধারন গাড়ির কত জ্বালানী লাগতে পারে? একটি জাম্বো জেটে যে পরিমান জ্বালানী থাকে সেটা দিয়ে এই সাধারন গাড়িটি পুরো পৃথিবী ঘুরে আসতে পারে, তাও ৪বার।
১৪
পৃথিবীতে চেরাপুঞ্জিতে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়।
১৫
আমরা অনেকেই জাহাজে চড়েছি। মালবাহি জাহাজের কথাও নিশ্চয়ই জানি। কিন্তু সবথেকে বড় মালবাহী জাহাজের নাম কি জানি! দ্য গ্লোব হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ মালবাহী জাহাজ।
১৬
আফ্রিকা নাকি ইউরোপ, কোন মহাদেশটি বড়! আফ্রিকা। আফ্রিকা শুধু বড়ই নয়, ইউরোপ মহাদেশের চেয়ে আড়াই গুন বড়।
১৭
আয়তনে বিশ্বের ২য় বৃহত্তম মহাদেশ হল আফ্রিকা।
১৮
ভূমধ্যসাগর হল ইউরোপের সর্ববৃহৎ সাগর।
১৯
যুক্তরাজ্য হচ্ছে ইউরোপের শ্রেষ্ঠ শিল্প প্রধান শহর।
২০
টেক্সাসের আকার কত বড় ভাবুন তো! প্রশান্ত মহাসাগরে এমন এক আবর্জনার স্তূপ ঘূর্ণায়মান রয়েছে যা আকারে এই টেক্সাসের সমান।
5 Comments
Leave a Reply
You must be logged in to post a comment.

useful info
Nc
Ok
nice
gd