আপনার দেহ ব্যাপারে ১৭ টি আকর্ষণীয় তথ্য!

মানব দেহ খুবই জটিল আশ্চর্য। এই আশ্চর্যে রয়েছে বেশ কিছু মজার মজার তথ্য। এমনই সব মজা মজার তথ্য নেই থাকছে আমাদের এই পোস্টটি। মজার তথ্যসমূহ-

এক. আপনার শরীরের একমাত্র অঙ্গ আপনার কর্নিয়া যাতে সরাসরি কোন রক্ত সরবরাহ নেই এবং এটি সরাসরি অক্সিজেন গ্রহণ করে বাতাস থেকে।

দুই. আপনার খুলি 29 ধরনের আলাদা হাড় দিয়ে তৈরি।

তিন. সদ্য জন্ম প্রাপ্ত শিশু সাত মাস পর্যন্ত একই সাথে শ্বাস-প্রশ্বাস নিতে পারে এবং খাদ্য গ্রহণ করতে পারে।

চার. আপনার শরীরে 900 পেন্সিল বানানোর মতো কার্বন রয়েছে এবং ৭টি সাবান বানানোর মতো চর্বি রয়েছে এবং 50 লিটার এর একটি ড্রাম বা গ্যালন ভরার মত পানি রয়েছে।

পাঁচ. 50,000 সেল মারা গিয়ে আবার নতুনভাবে জন্ম নিয়েছে এ বাক্যটি পড়ার মুহূর্তের মধ্যেই।

ছয়. মেয়েদের হৃদস্পন্দন ছেলেদের তুলনায় বেশি হয়ে থাকে।

সাত. আপনার শরীরে 100,000 কিলোমিটারের দূরত্বের সমপরিমান রক্তনালি রয়েছে।

আট. মাত্র 7ভাগ মানুষ বামহাতি হয়ে থাকে।Feeling Unique!!!

নয়. যদি আপনি আপনার জন্মের পর আপনার চুল আর একবারও না কাটতেন তাহলে তার সর্বোচ্চ দৈর্ঘ্য 725 কিলোমিটার হতো 725 কিলোমিটার!!অবাক করার মত!!

দশ. আপনার শরীরে যত ব্যাকটেরিয়া আছে তার মোট ভর 2 কিলোগ্রাম।

এগারো. আপনার শরীরে যত ক্যালসিয়াম রয়েছে তার 99ভাগই আপনার দাতে।

বারো. নারীরা পুরুষদের তুলনায় অর্ধেক পলক ফেলে।

তেরো. আপনার শরীরে সবচেয়ে শক্তিশালী মাসেল কোনটা?

উত্তর জিহ্বা।

চৌদ্দ. আপনি দৈনিক 23,000 বার শ্বাস ও প্রশ্বাস নেন প্রায়।

পনেরো. আপনার হৃদয় এত জোরে স্পন্দন করে যে এই জোরে চারতালার বিল্ডিংয়ের ছাদে তোলা সম্ভব।

ষোল. ঘাস বসন্তকালে বাড়ে বেশি তেমনি মানুষও বসন্তকালে বাড়ে বেশি তুলনামূলকভাবে।

সতেরো. চোখএর যে মাসেল ফোকাস ধরে রাখতে সাহায্য করে তা করতে 100,000 নড়াচড়া প্রয়োজন এই একই পরিমাণ পায়ের সাহায্যে করতে গেলে 80কিলোমিটার দৌড়াতে হবে।

আপনার কাছে কোনটি সবচেয়ে আশ্চর্যের ও মজার লেগেছে জানাতে ভুলবেন না।নতুন কোনো পোস্ট নিয়ে আবার দেখা হচ্ছে।ভাল থাকবেন।

Related Posts

11 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.