অনলাইন আমাদেরকে দিয়েছে অনেক সুবিধা।তার মধ্যে একটি হলো ফোনের বিপরীতে থাকা ব্যক্তিটির সাথে কথা বলা। আমরা জানি পৃথিবীর যেকোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে কথা বলা যায়।কিন্ত অফলাইনে কারো সাথে কথা বলতে গেলেই খরচ করতে হয় অনেক টাকার।যেমনঃ আমাদের প্বার্শবর্তি দেশ ভারতে কথা বলতে প্রায় ২২ টাকা খরচ হয় প্রতি মিনিটে। আমিরিকাতে কথা বলতে লাগে ৮ টাকার মতো।এভাবে বিশ্বের সব জায়গা থেকেই কথা বলতে অনেক টাকা লাগে।





More অপশনে ক্লিক করে
১/প্রতিদিন লগইন করে
২/ ভিডিও এডস দেখে
৩/ এপস ইনস্টল করে
৪/রেফার করে
সুস্থ থাকুন ভালো থাকুন,
অনলাইন ইনকামের সাথেই থাকুন।

nice
Not useful
Dhet