আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাব কিভাবে আপনারা একটা মোবাইল দিয়ে অনেকগুলো জিমেইল একাউন্ট তৈরি করতে পারবেন। সম্পূর্ণ পোস্ট টি পরার অনুরোধ রইল আশা করি কিছু শিখতে পারবেন।
একটা মোবাইল দিয়ে অনেকগুলো জিমেইল একাউন্ট তৈরি করা সম্ভব। অনেক এ জিমেইল বা গুগল একাউন্ট তৈরি করতে পারে না তাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। আজকে পোস্ট টি পড়লে আপনি জিমেইল একাউন্ট তৈরি করতে পারবেন।
জিমেইল একাউন্ট তৈরি করার জন্য সবার প্রথম এ চলে যাবেন আপনার মোবাইল এর সেটিংস এ। সেটিংস এ গিয়ে একটু নিচে স্কল ডাউন করলে Account নামে একটা অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করবেম👇👇👇
একাউন্ট এ ক্লিক করার পর আপনারা সামনে অনেকগুলো অপশন দেখতে পাবেন। সবার নিচে দেখতে পাবেন add account ওটাতে ক্লিক করবেন।👇👇
add account এ ক্লিক করার পর আবার অনেক গুলো অপশন দেখতে পাবেন। এখানে আপনি জিমেইল তথা গুগল একাউন্ট সিলেক্ট করবেন 👇👇
এখন আপনি আপনার স্কেন লক দিয়ে নিচে দেখতে পাবেন ক্রিয়েট একাউন্ট এ ক্লিক করবেন।তারপর ব্যাবসা বা নিজের জন্য জিমেইল তৈরি করতে পারবেন। বাকিগুলো একদম সহজ। আপনি জন্মদিন,এবং আপনার লিঙ্গ তথা পুরুষ /নারী সিলেক্ট করবেন। তারপর ইমেইল ঠিকানা আপনার অটো সিলেক্ট করতে পারবেন। অথবা আপনি ইচ্ছা মতো ইমেইল এড্রেস দিতে পারবেন। নিজের ইচ্ছেমতো ইমেইল এড্রেস দেওয়ার ক্ষেএে (Example56@gmail.com) এরকম দিতে হবে। অবস্যই ১/২ টা সংখ্যা দিতে হবে। @gmail.com আপনার স্কেন আটো দেওয়া থাকবে। আর একটা বিষয় হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড দেওয়ার সময় (Example56!!!) এরকম দিতে হবে। সবার প্রথম অক্ষর বড় হাতের, বাকিগুলো ছোট হাতের। এবং কিছু সংখ্যা এবং কিছু প্রতিক দিবেন।
আশা করি সবাই সবকিছু বুঝতে পারছেন। কোন কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন। কথা হবে পরবর্তী পোস্ট এ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ




Helpful tips, thanks
nice
thanks
tnx
Ok
nice post
dorkar nai